বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত মাইলস্টোন কলেজে দ্বাদশ শ্রেণির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ

বদরগঞ্জে অনুমতি ছাড়াই ৪লাখ টাকার গাছ কর্তনের অভিযোগ গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

রংপুরের বদরগঞ্জে বনবিভাগের অনুমতি ছাড়াই ৪লাখ টাকা মুল্যের বনজগাছ কর্তন করেছে গ্রামীণ ব্যাংক লালদীঘি শাখা ব্যবস্থাপক আবু সাইদ। এদিকে সপ্তাহব্যাপী দিনরাত প্রতিষ্ঠান চত্ত্বরে এই গাছ কাটার মহোৎসবের খবর শোনার পর গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ^াস দেন। জানা গেছে, উপজেলার রাধানগর ইউনিয়নের লালদীঘি বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংক লালদীঘি শাখা। ফলজ ও বনজ বৃক্ষরাজি দিয়ে ঢাঁকা এই শাখার ব্যবস্থাপক মোঃ আবু সাইদ সমপ্রতিকালে নীলফামারী জেলার গ্রামীণ ব্যাংক জোনাল অফিসের সাথে আতাঁত করে প্রতিষ্ঠানের মুল্যবান গাছপালগুলো কর্তন করার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী তারা সদস্যদের নিয়ে গোপন নিলামের মাধ্যমে ৩লক্ষ ৯০হাজার টাকা মুল্যের মেহগনি, আম ও কাঠালের গাছ এমদাদুল হক নামে একজন কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। গত এক সপ্তাহব্যাপী এমদাদুল হক মহোৎসবের সাথে এইসব মুল্যবান গাছগুলো কেটে নিয়ে যাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে এলাকাবাসী মনছুর আলী, দুলাল মিয়া সহ একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, আমরা শুনেছি বনবিভাগের অনুমতি ছাড়া কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান বনজ গাছ কর্তন করতে পারবেনা। গাছ কাটার পুর্বে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে রেজুলেশনের মাধ্যমে বনজ গাছ কাটার অনুমতি নিতে হবে। অথচ গ্রামীণ ব্যাংক লালদীঘি শাখার ব্যবস্থাপক আবু সাইদ ক্ষমতার দাপট দেখিয়ে বনবিভাগের নিয়মনীতি উপক্ষো করে জোনাল অফিসের কথায় প্রায় ৪লাখ টাকার গাছ বিক্রি করেছেন। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠান কি দেশের প্রচলিত আইন ব্যবস্থার বাইরে? এরপর উপজেলা বিট কর্মকর্তা মোর্শেদ আলম বলেন, বনজ গাছ কর্তন করার আগে অবশ্যই বন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। কিন্তু গ্রামীণ ব্যাংক লালদীঘি শাখা ব্যবস্থাপক অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেননি। তাই আমি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে তাৎক্ষণিক বিষয়টি সম্পর্কে অবগত করেছি। অপরদিকে গ্রামীণ ব্যাংক লালদীঘি শাখা ব্যবস্থাপক মোঃ আবু সাইদ সাংবাদিকদের জানান, আমরা গ্রামীণ ব্যাংক নীলফামারী জোনাল অফিসের নির্দেশেই টেন্ডারের মাধ্যমে প্রতিষ্ঠানের গাছগুলো বিক্রি করেছি। এখানে বনবিভাগের অনুমতি নেওয়া প্রয়োজন মনে করিনি। আপনাদের কোন প্রশ্ন থাকলে জোনাল অফিসে কথা বলতে পারেন। অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদ মোবাইল ফোনে বলেন, বিনা অনুমতিতে প্রতিষ্ঠানের গাছ কর্তনের ব্যপারে কারো লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com