রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম ::
সুনামগঞ্জের ধোপাজান নদীতে বালিপাথর লুটতরাজ বন্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ কেশবপুরে বিশ্ব শিশু দিবস পালন ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন শ্রীপুরে আদালতের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বাড়ি নির্মাণের অভিযোগ ভালুকায় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ঈশ্বরগঞ্জে স্কুলছাত্র রাব্বি হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এক রাতে ৯ গরু চুরি ভুক্তভোগী খামারীদের আহাজারী কলমাকান্দায় দশম গ্রেডের দাবীতে শিক্ষকদের মানববন্ধন নেত্রকোণা পৌরসভার সড়কে খানাখন্দ দুর্ভোগে পথচারীরা ত্রিশালে শহীদ ও আহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান লামায় চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

হোমনায় ঝুঁকিপূর্ণ ব্রিজ, ভোগান্তিতে পথচারীরা

আবু কোরাইশ কুমিল্লা প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

কুমিল্লার হোমনা পৌরসভার গোয়ারীভাঙ্গা ও মাথাভাঙ্গা ইউনিয়নের দাড়িগাঁও সীমানায় খালের ওপর নির্মিত ব্রিজটির স্লাব ভেঙে পড়ায় মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রশাসন বলছে দ্রতই পরিদর্শন করে ব্রিজটি মেরামতের উদ?্যােগ নেওয়া হবে। এদিকে ব্রিজটি দ্রত মেরামত করা না হলে,যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ব্রিজটি মেরামত অথবা ভেঙ্গে মাটিভরাট করার দাবি এলাকাবাসীর। জানা যায় , হোমনা উপজেলা পরিষদের অর্থায়নে ১৯৮২-৮৩ সালে ব্রিজটি নির্মাণ করা হয়। ব্রিজটির স্লাব কয়েক বছর ধরে ভেঙ্গে পড়ার কারণে ব্রিজের ওপর দিয়ে চলাচলকারী স্কুল -কলেজের শিক্ষার্থীসহ কয়েক গ্রামের মানুষ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া ব্রিজটি পার হতে গিয়ে অনেকেই নিচে পড়ে গিয়ে আহত হওয়ার মত ঘটনা ঘটেছে।গোয়ারিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ৫ বছর ধরে এই ব্রিজের স্লাব দূর্ভোগ পোতাতে হচ্ছে। দাড়িগাঁও গ্রামের সমাজ সেবক মনির হোসেন জানান, ব্রিজের দূর্বস্থা থাকায় শিক্ষার্থীরা প্রতিনিয়ত দুর্ঘটনা শিকার হতে হচ্ছে। এটি দ্রুত সংস্কার করা নতুবা ভেঙ্গে মাটি দিয়ে ভরাট করা দরকার। হোমনার পৌর মেয়র এ্যাডভোকেট নজরুল ইসলাম জানান, এ বিষয়ে সমন্বয় সভায় আলোচনা হয়েছে, ব্রীজের যাতায়তকারীদের অসুবিধা দুর করতে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। হোমনা উপজেলা প্রকৌশলী এলজিইডি মো. সাইফুল ইসলাম জানান, ব্রীজটি উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত। সমন্বয় সভায় আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। হোমনা উপজেলা নির্বাহী অফিসার রুমন দে এবং হোমনা উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম জানান,ব্রীজটি সরেজমিনে পরিদর্শন করে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com