সাকাতা সীড কপের্ৃারেশন জাপান এর উদ্দোগে বন্যায় ক্ষতিগস্থ্য কৃষকদের মাঝে বিনামুল্যে কৃষিপন্ন বীজ বিতরন করা হয়েছে। সদর উপজেলার মোগলহাট, কুলাঘাট, খুনিয়াগাছ, গোকুন্ডা আদিতমারী উপজেলার মহিশখোচা ইউনিয়ন, এবং হাতীবান্ধা উপজেলার সিন্দুনা, ডাউয়াবাড়ী, গড্ডিমারী. ও পাটিকাপাড়া সহ ৯টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ্য মোট ৪শত জন কৃষকের মাঝে বিনামুল্যে কৃষিপন্ন বীজ বীজ বিতরন করা হয়। বীজ বিতরন উপলক্ষে স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ম সংলগ্ন (পুরাতন) পাঠাগারে২৫ জুলাই/ইং তারিখ সকাল ১০টায় এক অনুষ্ঠানের আয়োজন করেন জাপান কর্তৃক পরিচালিত লালমনিরহাট সাকাতা। এত প্রধান অতিথিহিসেবে উপস্থিত থেকে বীজ বিতরন অনুষ্ঠানের উদ্ভোধন করেন জেলা প্রশাসক লালমনিরহাট মোঃ আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর বঙ্গের আলু মালিক সীড এর কো অর্ডিনেটর কাইয়ুম প্রধান এবং উপ পরিচালক কৃষি মোঃ হামিদুর রহমান এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা মারুফা ইখতেআরা সিদ্দিকা। বিতরনকৃত বীজের মধ্যে ছিল কাউলি ফলোয়ার, কবেজ, চিলি, পামকিন ও টমেটো। প্রত্যেকটির পরিমান ছিল ১০ গ্রাম করে।