‘বাংলাদেশে বর্তমানে কোনো বৈধ সরকার নেই। আমরা এ অবৈধ সরকারকে মানি না। এ অবৈধ সরকার আমাদের নিত্যপণ্যের দাম বৃদ্ধি করে মানুষকে বেকায়দায় ফেলে দিয়েছে। আমরা এ অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না। ১০ টাকায় চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দেবে বলে তারা আমাদের সাথে প্রতারণা করেছেন।’ কথাগুলো বলেছেন বিএনপির ভাইস চেয়রম্যান আব্দুল আউয়াল মিন্টু। সোমবার বিকেল ৩টায় ফেনীর সোনাগাজীতে বিএনপি কতৃর্ক আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ সব কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই দিন বিকেল ৩টায় সরকার দলীয়দের শত বাধা উপেক্ষা করে সোনাগাজী পৌর শহরের পশ্চিম পাশে ভৈরব রাস্তার মাথায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও জেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলম ভুঞার সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আবদুল আউয়াল মিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাড. শাহানা আক্তার শানু, ফেনী-৩ সোনাগাজী দাগনভূঞা আসনের সমন্বয়ক আকবর হোসেন, বিএনপির চট্রগ্রাম বিভাগীয় সমন্বয়ক জালাল উদ্দিন মজুমদার, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন গঠন, সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আব্দীন বাবলু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভুঞা, পৌর ছাত্রদল নেতা নিজাম উদ্দিন প্রমুখ।