মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন

জাতির জনক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত

আব্দুর রহমান প্রধান সুজন
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

ঢাকার গেন্ডারিয়ার ফজলুল হক মহিলা কলেজের পক্ষ হতে
গত ৫ সেপ্টেম্বর, ২০২২, সোমবার ফজলুল হক মহিলা কলেজ, গেন্ডারিয়া, ঢাকা হতে জাতির জনক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ মোনাজাত ও পাঠাগার পরিদর্শন করেন। এই জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ও প্যানেল মেয়র ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনাব মোঃ শহিদুল্লাহ মিনু, পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য জনাব শেখ ফজলুর রহমান বকুল জনাব সিদ্দিকুর রহমান ইরন, জনাব হাজী মোহাম্মদ আসলাম, জনাব মোঃ মনোয়ার হোসেন, জনাব আব্দুর রহমান, সম্মানিত অধ্যক্ষ জনাব দিলারা খানম সহ ৪২ জন শিক্ষক ও কর্মচারী ও ৪৫০ জন ছাত্রীবৃন্দ। ছায়া ঘেরা গ্রামের নিবৃত পল্লী টুঙ্গিপাড়ায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে দিনটি অতিবাহিত হয়। সমাধিস্থলের এক নাম্বার গেইটে ফটোসেশন শেষে ভিতর প্রবেশ করে প্রথমে পাঠাগার পরিদর্শন করে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন। সকলের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিতে ভিন্নমাত্রা যোগ হয়। বঙ্গবন্ধুর বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে স্থানীয়দের সাথে কথা হয়, এতে অনেক অজানা তথ্য জানা যায়। মধুমতির সেই পাটগাতি লঞ্চঘাট, গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গবন্ধুর বাল্যকালের খেলার মাঠ, সবুজে বেষ্টিত বাড়ি দেখে সবাই খুবই আনন্দিত হয়েছে। এই সেই গ্রাম যে গ্রামের একটি ছোট্ট খোকা পরবর্তীতে বঙ্গবন্ধু হয়ে দিয়েছিল একটি স্বাধীন পতাকা, স্বাধীন ভূখণ্ড। কলেজের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ও সদস্যবৃন্দ সম্মানিত অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গীপাড়ায় এসে তাদের আনন্দের কথা জানালেন যা কখনো ভুলবার মত নয়। আপ্যায়ন ব্যবস্থা ছিল সত্যই সুন্দর। বঙ্গবন্ধুর সমাধিস্থলে সবাই এক এক করে সমস্ত স্মৃতিময় স্থানগুলো দর্শন করে ভবিষ্যতের জন্য ক্যামেরায় ধারণ করেছিলেন। বিকালের বৃষ্টিস্নাত হালকা আবহাওয়ায় সমাধিস্থল ত্যাগ করে আবারো ঢাকায় ফিরে আসেন। ছাত্রীদের কলকাকলিতে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত। অনুষ্ঠানের ভিন্ন মাত্রা ছিল পদ্মা সেতু দর্শন যা সত্যই মনোমুগ্ধকর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com