মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন

কৃষি আমাদের অর্থনীতির মেরুদন্ড -পরিকল্পনা মন্ত্রী এ.এ মান্নান

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান বলেন, আমাদের অর্থনীতির মেরুদন্ড হলো কৃষি। কৃষিই হলো আমাদের অর্থনীতির পাজর। কৃষির উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। যারা ক্ষমতায় জোর করে আসতে চায়। তাদেরকে প্রতিহত করুন। শেখ হাসিনা গ্রাম বান্ধব মানুষ। তিনি দরিদ্র-মজুর, কৃষক মানুষকে সন্মান করেন। আমরা যখন শত শত প্রকল্পের কাগজ তৈরী করে নিয়ে যাই। তিনি গ্রামের প্রকল্পের কাজটি আগে দেখেন এবং বলেন, এ প্রকল্পে গ্রামের নারী ও, শিশুদের কী উপকার হবে। আমরা গনতন্ত্রে বিশ্বাসী। দমক দিয়ে বের করে দেয়া যাবে না। তিনি বুধবার (৭ সেপ্টেম্বর) কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কৃষি, মৎস্য, প্রাণীসম্পদ, বীজ প্রযুক্তি ও বৃক্ষমেলা-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, মন্ত্রী আরো বলেন, একটি দল আছে যাঁদের ভাষা রাজনৈতিক ভাষা নয়। তারা দমক দিয়ে কথা বলে। যা স্বাধীন দেশের কোন ভাষা না। যদি আমরা সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে না পারি। তাহলে, দেশের যে উন্নয়ন সরকার করেছে তা ঠিক থাকবে না। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড মোকাবেলার পর বিশ্বে রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে প্রভাব পড়েছে তাও সফলতার সাথে মোকাবেলা করেছেন। গ্রামের মানুয়ের উন্নয়নের জন্য বিভিন্নমুখী পরিকল্পনা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের প্রত্যেককে খাদ্য উৎপাদনে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। দেশের প্রতিটি জমি চাষ উপযোগী করে তুলতে হবে এবং এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। তিনি আরো বলেন,আমরা সন্মানিত জাতি, আমরা দেশকে শত্রু মুক্ত করেছি। পাকিস্তানের জুলুম থেকে দেশকে রক্ষা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি লুঙ্গি পরে পানি সাতরিয়ে স্কুলে গেছি। আমার বাড়ী সুনামগঞ্জের হাওরে। সে সময় কোন ইউনিফর্ম ছিলো না। আজকে তোমাদেরকে দেখতে খুবই সুন্দর লাগছে। আমরা তোমাদের জন্যই কাজ করছি। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, যেকোনো কাজে হঠাৎ করে বলি হতে দেব না, করতে দেব না, ভেঙে ফেলব এ সকল নেতিবাচক রাজনীতি স্বাধীন বাংলাদেশে চলে না। তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, নির্বাচন আসেন, আলোচনা হউক, আইন-সংবিধান আছে, আমাদের নির্বাচন কমিশন আছে, কমিশন রেফারির দায়িত্ব পালন করবে। রেফারি মানব না বলে খেলা হবে না, তা হতে পারে না। অনুষ্ঠানে কৃষি মন্ত্রনালয়ের সাবেক সচিব মো. আনোয়ার ফারুক কুহিনূর ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মো. মনজুরুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক-বেনজির আলম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক মো. শাহজাহান কবির, কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, বিটিভি মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক, বাসুদেব ঘোষ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আলী আহাম্মেদ মিয়াজী, কৃষক প্রতিনিধি রুহুল আমিন ভূঁইয়া।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com