সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন

কালিহাতীতে ফসল রক্ষায় স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করছে এলাকাবাসী

এম আর মিল্টন টাঙ্গাইল :
  • আপডেট সময় রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় এলেংজানী নদীর ভেঙে যাওয়া বাঁধ নির্মাণ করছে এলাকাবাসী। গত এক সপ্তাহ যাবত স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ মালেক ভূইয়ার নেতৃত্বে কয়েক গ্রামের শতাধিক মানুষ স্বেচ্ছাশ্রমে বাধটি নির্মাণ করছেন। স্থানীয়দের আশংকা খুব দ্রুত একটি টেকসই বাধ নির্মাণ করতে না পারলে পানির নিচে তলিয়ে যেতে পারে দশকিয়া, নারান্দিয়া, সল্লা,বাংড়া ও সহদেবপুর ইউনিয়নের হাজার হাজার হেক্টর আবাদী জমি। স্বেচ্ছাশ্রমে কাজ করতে আসা সেলিম মিয়া নামের একজন বলেন, আমাদের আবাদী জমির ফসল রক্ষা করতে রবিবার সকাল থেকেও এলাকাবাসীর চেষ্টায় শতশত বস্তা ফেলে বাধ রক্ষার কাজ করছি। সরকারি সহযোগিতা ছাড়া বাধটি টিকিয়ে রাখা কঠিন। জানা যায় এর আগের বন্যায় হাতিয়া বাঁধ ভেঙ্গে প্রায় ২৫টি গ্রাম পানিতে প্লাবিত হয়। বাঁধটি মেরামত না করায় এবার বন্যাতে প্রথম ধাপে কয়েক গ্রামে পানি ঢুকে পড়ে। প্রথম ধাপে হালকা ক্ষতি হলেও দ্বিতীয় ধাপে যদি পানি আবাদী জমিতে ঢুকে পড়ে তাহলে কৃষকের শতশত একর আবাদী জমির ফসল নষ্ট হয়ে যাবে। দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ মালেক ভূইয়া বলেন, এলাকাবাসীর সহযোগিতায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে প্রায় ৩ হাজার বস্তা ফেলে কোনমতে জোড়াতালি দিয়ে বাধটি রক্ষা করার চেষ্টা চলছে। আমি নিজেও ব্যক্তিগত অর্থ খরচ করছি। সরকারি সহযোগিতা ছাড়া এখানে স্থায়ী বাধ দেয়া কঠিন। এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন জানান, বাঁধের খোজ নিতে স্থানীয় নায়েব কে পাঠানো হয়েছে। ফসল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com