গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাংলাদেশ পারস্পরিক শিখন প্রতিষ্ঠানিকীকরণ প্রকল্পের আয়োজনে ও গোপালগঞ্জ জেলা প্রশাসন, সুইজারল্যান্ড সরকার এবং প্রিপ-ট্রাস্টের সহযোগিতায় এইচএলপি নেটওয়ার্ক এবং জেন্ডার মেইনস্ট্রিমিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কোটালীপাড়া উপজেলার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য আরমা দত্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটির উদ্বোধন করেন।
গোপালগঞ্জের ডিডিএলজি মো: আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বাপার্ডের মহাপরিচালক সৈয়দ রবিউল আলম, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বক্তব্য রাখেন। এ ছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ পারস্পরিক শিখন প্রতিষ্ঠানিকীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ ইসরাত হোসাইন খান ভার্চুয়ালের মাধ্যমে বক্তব্য রাখেন। প্রধান অতিথি আরমা দত্ত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ণ ও উন্নয়নের ধারা বিশ^ দরবারে পৌছে দিয়েছেন। এ দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে নারী-পুরুষকে হাতে হাত রেখে কাজ করতে হবে। কর্মশালায় স্থানীয় সরকারের যুগোপযোগীসহ বিভিন্ন উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ কর্মকান্ডের পারস্পরিক শিখন ও পুণঃ অনুশীলনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হয়। কর্মশালাটিতে গোপালগঞ্জ জেলার ৫টি ও মাগুরা জেলার ৪টি উপজেলার জনপ্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।