বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:০২ অপরাহ্ন

সাড়ে ১৮ কেজির কাতলা ১৩ হাজারে বিক্রি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

ফেনীর সোনাগাজী উপজেলার বড় ফেনী নদীতে বঙ্গোপসাগরের মোহনায় জেলেদের জালে ধরা পড়েছে বিশালাকৃতির একটি কাতলা মাছ। মাছটির ওজন ১৮ কেজি ৬০০ গ্রাম। গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে কাতলা মাছটি ধরা পড়ে। বিকেলে উপজেলার চর খোন্দকার জেলে পাড়ার আড়ত থেকে ৭৫০ টাকা কেজি দরে ১৩ হাজার ৯৫০ টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী মো. সেন্টু। জেলেপাড়া এলাকার জেলে জয়নাল আবেদীনের জালে মাছটি ধরা পড়ে। জেলে জয়নাল আবেদীন বলেন, তিনিসহ পাঁচ-ছয়জন জেলে অন্যান্য দিনের মতো বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে জাল নিয়ে নদীতে মাছ শিকারে যান। বড় ফেনী নদীর শেষ প্রান্তে বঙ্গোপসাগরের মোহনায় অবস্থান করে নদীতে জাল ফেলেন। সকাল ও দুপুরে দুদফা জাল ফেলে ৩০-৪০ কেজি ইলিশসহ ছোট ছোট কিছু মাছ শিকার করেন। পরে বৃহস্পতিবার দুপুরের দিকে জালে কাতলা মাছটি ধরা পড়ে।
মাছটি কেনার পরপরই ব্যবসায়ী মো. সেন্টু পৌর শহরের বিভিন্ন পরিচিত ব্যবসায়ী ও বিভিন্নজনের সঙ্গে যোগাযোগ করেন। পরে সন্ধ্যায় নাজমুল হাসান নামের এক প্রবাসী ৮০০ টাকা কেজি দরে ১৪ হাজার ৮৮০ টাকায় মাছটি কিনে নেন। মাছটির ক্রেতা নাজমুল হাসান বলেন, অনেকের কাছে শুনে জেলে পাড়ায় ঘুরতে গিয়ে বড় কাতলা মাছটি কিনে ফেলেছি। সোনাগাজী উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, কাতলা দ্রুত বর্ধনশীল মাছ। পরিবেশ ভালো পেলে মাছটি ৩০-৩৫ কেজি ওজনের হয়ে থাকে। বড় মাছ বেশ সুস্বাদু। তাই জেলেরা দামও ভালো পেয়ে থাকেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com