সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
তোফায়েল আহমেদ বিনা ভোটে এমপি হয়ে পারিবারিক ভাবে লুঠপাট করেছে-হাফিজ ইব্রাহিম শ্রেষ্ঠ গাইড হিসেবে পুরস্কার পেলেন মাইলস্টোন কলেজের ছাত্রী মেহজাদ আকবর এসবিএসি ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত দৌলতখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু

স্বপ্নের ক্যাম্পাস কতটা শিক্ষার্থীবান্ধব

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

স্বপ্নজয়ের একবুক আশা নিয়ে দীর্ঘ সাধনার পর শিক্ষার্থীরা ভর্তি হয় দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)। দেশের বিভিন্ন প্রান্তের মেধাবী এই শিক্ষার্থীদের সঙ্গে স্বপ্ন দেখতে শুরু করেন তাদের মা-বাবা ও আত্মীয় স্বজনরাও। বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেই ভাবেন, এবার তাদের সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে অনেক বড় হবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসার কিছু দিনের মধ্যে ভাঙতে শুরু করে তাদের সেই স্বপ্ন। আর এই স্বপ্নভঙ্গের পেছনে নানা কারণের মধ্যে অন্যতম হলো ক্যাম্পাসের পরিবেশ। দেশের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নানান ইতিহাস ও ঐতিহ্যের স্মারক এ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ক্রমেই ফ্যাকাসে হয়ে আসছে। যার প্রতিফলন চোখে পড়বে আন্তর্জাতিক র‌্যাংকিংয়ের দিকে তাকালেই। সাম্প্রতিক বছরগুলোয় বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে করা কোয়াককোয়ারেল সাইমন্ডসসহ (কিউএস) স্বীকৃত আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর র‍্যাংকিংয়ে ক্রমেই পিছিয়ে পড়ছে ঢাবি। সেই সঙ্গে পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়টির লাগোয়া দেশের আরেক অন্যতম সেরা বিদ্যাপীঠ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ও (বুয়েট)। অথচ এসব র‌্যাংকিংয়ে উন্নতি করছে দেশের বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। সংশ্লিষ্টরা বলছেন, এ ধারা অব্যাহত থাকলে অচিরেই বৈশ্বিক র‍্যাংকিংয়ে ঢাবি-বুয়েটকে পেছনে ফেলে শীর্ষে উঠে আসবে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো।
শিক্ষার্থীরা বলছেন, তারা এখানে এসে শিক্ষার সুস্থ পরিবেশ পাচ্ছেন না, পাচ্ছেন না সুস্থ নিরিবিলি ক্যাম্পাস। আর ক্যাম্পাসে নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ই দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যার সকল প্রবেশ ধার সবসময়ই খোলা থাকে, ক্যাম্পাসের ওপর দিয়েই চলে লোকাল বাস, যে কেউ চাইলে যেকোনও সময় প্রবেশ করতে পারেন। রাত গভীর হলেই চলে দূরপাল্লার মালবাহী গাড়ি। শুক্রবার-শনিবারসহ ছুটির দিনগুলোতে ক্যাম্পাস হয়ে উঠে বিনোদন কেন্দ্র, বসে বহিরাগতদের মিলনমেলা। সবসময় সবার জন্য উন্মুক্ত থাকায় উদ্বাস্তু, মাদকাসক্ত, ভবঘুরে আর বখাটেদের আশ্রয়স্থল যেন এই ক্যাম্পাস। টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, যাত্রী ছাউনিসহ মেয়েদের হলগুলোর সামনে অবস্থান করে মাদকাসক্ত ভবঘুরেরা। আর হেনস্তার শিকার হতে হয় নারী শিক্ষার্থীদের। মাদকাসক্তরা নারী শিক্ষার্থীদের দেখলে অশ্লীল ইশারা করে।
ক্যাম্পাসের ভিতরেই ঘটে ছিনতাইয়ের ঘটনা। এ বছরের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে দিনেদুপুরে কয়েকজন নারী শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হোন। হারান মোবাইল, টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্রও। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে তারা শাহবাগ থানায় অভিযোগ করার পরামর্শ দেন। কিন্তু বহিরাগত থাকায় তাদের আজও শনাক্ত করা সম্ভব হয়নি। ক্যাম্পাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে রাতের বেলায়ও। সংগঠিত এসব ঘটনার সঙ্গে অনেক সময় সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও। খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয় স্থাপিত সিসিটিভি ক্যামেরার অধিকাংশই অকেজো। যার ফলে অপরাধীদের শনাক্ত করাও দুরুহ হয়ে পড়ে।
আর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর পরিবেশ নিয়েও শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরেই। হলের গেস্টরুমগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্ব দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ে পরিবেশ নিয়ে জানতে চাইলে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আশরেফা পাল্টা প্রশ্ন করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আদৌ কোনও শিক্ষার পরিবেশ আছে কি? ফুটপাতে ভবঘুরে, মাদকাসক্তরা শুয়ে থাকে, মলত্যাগ করে রাখে। এমনকি তারা নারী শিক্ষার্থীদের দেখলে অনেক বাজে কথা বলে, অঙ্গভঙ্গি করে টিজ করে।‘ প্রায়শই তাদের নিয়ে মেয়েরা অভিযোগ করেন বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘বহিরাগতরাও অনেকেই এসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিজস্ব পরিধি যেমন লাইব্রেরি, ক্যান্টিনসহ বিভিন্ন জায়গায় প্রবেশ করে নিজস্বতা ও পরিবেশ নষ্ট করছে। যানবাহনের কথা বলতে গেলে তো শেষ হবে না। নিজের হলের সামনের রাস্তা পার হতেও ভয় লাগে, একে তো প্রচুর যানবাহন চলাচল করে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে, তার উপর গতি এত বেশি থাকে বেশিরভাগ গাড়ির। তাতে যেকোনও সময় বড় রকমের দুর্ঘটনা ঘটে যাওয়া অসম্ভব কিছু না। অনেক বড় বড় ট্রাকও বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে চলাফেরা করে।’
হলেও পড়ার পরিবেশ নেই অভিযোগ করে এই শিক্ষার্থী বলেন, ‘রিডিংরুমে জায়গার অপ্রতুলতা, হলের গণরুমগুলোতেও পড়া যায় না। মেয়েদের হলের রিডিংরুম রাত ২টার পরে বন্ধ করে দেওয়া হয়, ফলে কেউ চাইলেও ওই সময়ের পরে পড়তে পারেন না। বিশ্ববিদ্যালয়ে আসলে অসংগতির শেষ নেই।‘
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন শিক্ষার কোনও পরিবেশ নেই অভিযোগ করে বেগম রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী অন্তরা তালুকদার বলেন, ‘বিশ্বিদ্যালয়ের মাঠ থেকে শুরু করে হল, প্রতিটা ক্ষেত্রেই শিক্ষার্থীদের কষ্ট পেতে হয়। হলের খাবার, পরিষ্কার পরচ্ছন্নতা, স্টাফ-কর্মচারীদের আচরণ এতো নিম্নমানের, যা বলার বাইরে।’
ঢাবি ক্যাম্পাস ঢাকার মানুষের কাছে একটা বিনোদনকেন্দ্র। বহিরাগতদের আসা-যাওয়ায় শিক্ষার্থীরা অনিরাপদ, বিশেষ করে নারী শিক্ষার্থীরা। ফুটপাতে ভবঘুরে, মাদকাসক্তরা শুয়ে থাকে। নারী শিক্ষার্থীদের দেখলে আজেবাজে ইঙ্গিত করে অনেক সময়। সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী মিনহাজুল ইসলাম বলেন, ‘একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দিন দিন ঢাকা বিশ্ববিদ্যালয় তার মান হারাচ্ছে। প্রতিটা হলে দেড় থেকে ২ হাজার শিক্ষার্থী থাকলেও রিডিং রুমে নেই তার অর্ধেক সিটও। কোনও হলে তো চারভাগের একভাগও নেই, এছাড়া একরুমে একাধিক শিক্ষার্থী বসবাস করায় সেখানে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ নেই।’ সেন্ট্রাল লাইব্রেরিতে আসন সংখ্যা মাত্র ছয়শো-এর মতো। তিনি বলেন, ‘এজন্য আমরা অনেক সময় দেখি কেউ কেউ সিনিট ভবনে বসে পড়ছে, কেউবা মলচত্বরের ঘাসে বসে পড়ছে, আবার কেউ কেউ হলের ছাদে গিয়ে পড়াশোনা করেন। বিশ্ববিদ্যালয়ের যে একটা পরিবেশ থাকা উচিত ছিল তার বিন্দুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে বলে মনে হয় না। আপনি যেখানে-সেখানে দেখবেন ভবঘুরে বা ছিন্নমূলের মানুষ ভিক্ষা করছে, মাদক গ্রহণ করছে, নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করছে। ক্যাম্পাসে চিনতাই হচ্ছে, ইভটিজিং হচ্ছে, এছাড়াও মাদক কেনাবেচার একটা হাব হয়ে দাঁড়িয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।‘ সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী বলেন, ‘ক্যাম্পাসে হলগুলোর সামনে কিছু উদ্বাস্তু অবস্থান করে। তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে সংশ্লিষ্ট হলগুলোর প্রশাসনকে জানানো হয়েছে। ছিনতাইয়ের বিষয়টা আগের চেয়ে কিছুটা কমেছে, তবে একেবারে বন্ধ হয়নি। আমাদের যেহেতু ওপেন ক্যাম্পাস আমরা চেষ্টা করবো শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে। সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে। আর সিসিটিভি ক্যামেরার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, একটা কাজ চলমান আছে সেটি শেষ হলে সিসিটিভি ক্যামেরা প্রতিস্থাপনের কাজ শুরু হবে।’-বাংলাট্রিবিউন




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com