শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০০ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে কোভিড মহামারী শেষ হয়েছে : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

যুক্তরাষ্ট্রে কোভিড মহামারী শেষ হয়েছে। তবে কোভিড সংক্রান্ত সমস্যা এখনো রয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার প্রচারিত এক সাক্ষাতকারে এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রে কোভিড সংক্রান্ত বিধিনিষেধ অধিকাংশ ক্ষেত্রেই তুলে নেয়া হয়েছে। ভ্রমণও মহামারী পূর্বের পর্যায়ে পৌঁছেছে। এ অবস্থায় বাইডেনের এসব মন্তব্য আমেরিকান সমাজের বেশিরভাগ বাস্তব অবস্থারই প্রতিফলন। সিবিসি নিউজের ’সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে বাইডেন তার সাক্ষাতকারে বলেন, মহামারী শেষ হয়েছে। কিন্তু এ সংক্রান্ত জটিলতা রয়ে গেছে। আমাদেরকে এখনো এ নিয়ে বিস্তর কাজ করতে হচ্ছে। তবে মহামারী শেষ হয়েছে। তিনি বলেন, লক্ষ্য করলে দেখবেন কেউ আর মাস্ক পরছে না। প্রত্যেকে ভালো অবস্থায় আছে বলে মনে হচ্ছে। এবং আমি মনে করি অবস্থার পরিবর্তন হচ্ছে। এদিকে বাইডেনের মন্তব্যের মাত্র কয়েক সপ্তাহ আগে তার প্রশাসন সম্ভাব্য করোনার ঢেউ মোকাবেলায় পরীক্ষা ও টিকা কর্মসূচি অব্যাহত রাখতে কংগ্রেসের কাছে কয়েক শ’ কোটি ডলার তহবিল চেয়েছে।
সূত্র : বাসস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com