আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়ে আসরের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। গ্রুপ পর্বে অপরাজিত থাকার গৌরব নিয়েই মূল পর্বে পা রাখবে নিগার সুলতানারা। আগামী বছর ফেব্রুয়ারীতে মাথা উঁচু করেই বিশ্বকাপ আসরে অংশ নিবে বাঘিনীরা।
নারী বিশ্বকাপ কোয়ালিফায়ারের ফাইনালে আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। আবু ধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে গ্রুপ পর্বের সেরা দুই ব্যাটার মুরশিদা খাতুন আর অধিনায়ক নিগার সুলতানা ব্যর্থ হলেও ফারাজানা হকের ব্যাটিং দৃঢ়তায় বল সমান ১২০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ফারজানা খেলেন ৫৫ বলে ৬১ রানের এক দুর্দান্ত ইনিংস। রোমানার ব্যাটে আসে ২১ রান।
১২১ রানের লক্ষ্যে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আইরিশ নারীরা। মেঘলার হাতে আক্রমণের শুরু, শেষটা রোমানার হাতে। ২১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা দলটা ৪৭ থেকে ৪৯ রান করতে হারায় আরো ৩ উইকেট। তবে ছোট ছোট জুটি গড়ে এগিয়ে যেতে থাকে আয়ারল্যান্ড।
শেষ ১২ বলে তাদের প্রয়োজন তখন ২৩ রান। হাতে ২ উইকেট। তবে নাহিদা আক্তার আর সালমা খাতুনের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ ২ ওভারে মাত্র ১৫ সংগ্রহ করতে পারে তারা। ফলে ৭ রানের জয় দিয়ে অপরাজিত থেকেই কোয়ালিফায়ার পর্ব শেষ করে বাংলাদেশের মেয়েরা।