শুক্রবার, ১৭ মে ২০২৪, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম ::
বিশ্বমানের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে : রাষ্ট্রপতি রাসূল (সা.)-এর সীরাত থেকে শিক্ষা নিয়ে দৃঢ় শপথবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে—ড. রেজাউল করিম চৌদ্দগ্রামে বাস খাদে পড়ে নিহত ৫, আহত ১৫ চাহিদার চেয়ে ২৩ লাখ কোরবানির পশু বেশি আছে : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী রাজনীতিবিদেরা অর্থনীতিবিদদের হুকুমের আজ্ঞাবহ হিসেবে দেখতে চান: ফরাসউদ্দিন নতজানু বলেই জনগণের স্বার্থে যে স্ট্যান্ড নেয়া দরকার সেটিতে ব্যর্থ হয়েছে সরকার মালয়েশিয়ার হুমকি : হামাস নেতাদের সাথে আনোয়ারের ছবি ফেরাল ফেসবুক হামাসের অভিযানে ১২ ইসরাইলি সেনা নিহত আটকে গেলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড় গাজানীতির প্রতিবাদে বাইডেন প্রশাসনের ইহুদি কর্মকর্তার লিলির পদত্যাগ

বিশ্ব নদী দিব উপলক্ষে গলাচিপা নেঙর আয়োজনে রামনাবাদ নদী পরিদর্শন

খালিদ হোসেন মিলটন (গলাচিপা) পটুয়াখালী :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

২৪ শে সেপ্টেম্বর ২০২২ইং বিশ্ব নদী দিবস উপলক্ষে ২৭শে সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২ টায় গলাচিপা নোঙর ইউনিট শাখার আয়োজনে গলাচিপা রামনাবাদ নদী দখল- দূষণ মুক্ত করার লক্ষে, জনসচেতনতায় নদী মহরা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মহরা অনুষ্ঠিনে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করেন পটুয়াখালী ১১৩ (৩) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও নৌ মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির অন্যতম সদস্য জননেতা এস এম শাহাজাদা, বিশেষ অতিথি গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহিন শাহ্, গলাচিপা থানার অফিসার্স ইনচার্জ এম আর শওকত আনোয়ার, গলাচিপা নোঙর ইউনিটের উপদেষ্টা ও প্রেস ক্লাব গলাচিপা সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, উপজেলা আওলীগের সাংগঠনিক সম্পাদক বাবু তপন কুমার বিশ্বাশ, দপ্তর সম্পাদক সমির দেব নাথ,উপজেলা শ্রমীকলীগে আআহবায়ক মোঃ কাউসার তালুকদার, ছাত্রলীগের সভাপতি শরিফ আহমেদ আসিফ সহ বিভিন্ন অঙ্গসংগঠনে নেতৃবৃন্দ। বিশ্ব নদী দিবস উপলক্ষে গলাচিপা নোঙর ইউনিটকে এমপি মহোদয় স্বাগত জানান। এর পরে তিনি বলেন, নদী হচ্ছে আমাদের জীবন জীবীকার এবং যোগাযোগ ব্যাবস্থায় মূলচালিকা শক্তি। তিনি আরো বলেন, নদী দখল, নদীতে বর্জ আবর্জনা ও দূষনমুক্ত করার লক্ষে জনসাধারণ কে তিনি আহবান জানান। পরে নোঙর” ইউনিটের প্রধান উপদেষ্টা পরিবেশ ও প্রকৃতি বান্ধব বিশিষ্ট সমাজ সেবক গলাচিপা উপজেলা নদী রক্ষা কমিটির অত্যতম সদস্য কলামিস্ট মু. খালিদ হোসেন মিল্টন বলেন, সারা পৃথিবীর নগর, বন্দর কেন্দ্রসমূহ, সমুদ্র ও নদ-নদীর আঙ্গিনায় বসত বাড়ি, শহর ও সভ্যতার কেন্দ্র ভূমি হিসেবে গড়ে উঠেছে। বর্তমান সময়ে নদীকে অসাধু ব্যবসায়ী, ভূমি দস্যুরা নদীর তীর দখল করে, ড্রেজার দিয়ে বালু ব্যাবসা ইট পাথরের ভারে ভারাক্রান্ত হয়েছে নদী। এই নদীকে রক্ষা ও দূষণমুক্ত রক্ষার্থে বর্জ-আবর্জনা ও দখলদারদের বিরুদ্ধ রাষ্ট্রীয় প সামাজিক ভাবে সামাজিক আন্দোলন করে নদীর গতি পথকে ফিরিয়ে আনার আহবান জানান। গলাচিপা নোঙর” ইউনিটের নদী মহরায় সাংবাদিক মোঃ সোহাগ রহমান, গলাচিপা উপজেলার নোঙর কমিটির ইউনিট প্রধান ও সাংবাদিক মু. জিল্লুর রহমান জুয়েল, নদী প্রেমি গলাচিপা নোঙর ইউনিটের সদস্য ও সাংবাদিক আল- মামুন, মিঠুন পাল, পলাশ হাওলাদার, মোঃ মলি উপস্থিত ছিলেন। এ মহৎ উদ্যোগকে প্রশাসন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ স্বগত জানায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com