মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন

লামায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

তৈয়ব আলী (লামা) বান্দরবান :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

যুগান্তর পত্রিকার লামা প্রতিনিধি ও রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, দৈনিক আজকালের খবর প্রতিনিধি নাজিম উদ্দিন রানা সহ ৭জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর)উপজেলা পরিষদ সন্মূখে প্রধান সড়কে লামায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে সমাবেশ ও মানববন্ধন করে বিভিন্ন সাংবাদিক সংগঠন।এতে একাত্মতা পোষণ করে অংশ গ্রহণ করেন লামা প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, সাংবাদিক ফোরাম, সাংবাদিক ইউনিটি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক কর্মীবৃন্দ। সমাবেশে সাংবাদিক মোহাম্মদ ইলিয়াছ ও নাজিম উদ্দিন রানা’র বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংবাদিক নূরুল আলম রাজা প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, ইক্তেফাক প্রতিনিধি মুহাম্মদ কামালুদ্দিন, কালের কন্ঠ প্রতিনিধি মোঃ তানফিজুর রহমান, গাজী টিভি প্রতিনিধি ফরিদ উদ্দিন, আমাদের অর্থনীতি প্রতিনিধি মোঃ সাহাবুদ্দিন, খবরপত্র প্রতিনিধি মোঃ তৈয়ব আলী, পূর্বদেশ প্রতিনিধি নূরুল করিম আরমান, সুপ্রভাত বাংলাদেশ প্রতিনিধি এম বশিরুল আলম, ভোরের দর্পণ প্রতিনিধি রফিক সরকার, সাঙ্গু প্রতিনিধি বেলাল আহমেদ,সমুদ্র কন্ঠ প্রতিনিধি নূর মোহাম্মদ মিন্টু সহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমূখ। বক্তারা বলেন, মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার প্রধান বাঁধা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। এ আইন দূর্ণীতিবাজদের এক শক্তিশালী হাতিয়ার। ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগের ফলে অপরাধীদের বিচার না হয়ে উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে বান্দরবান জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে ঘোষনা দেয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com