মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন মেলার উদ্বোধন শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও বিক্ষোভ ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও মোজাম্মেল হক চৌধুরী কিশোরগঞ্জে শহীদ পরিবারের জায়গাজমি জবরদখল বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ নিরাপদ সড়ক চাই দাউদকান্দি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা টমেটো চাষে কৃষক ফিরোজের বাজিমাত, ঝুঁকছেন অন্য কৃষকরাও দাউদকান্দিতে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার তৃতীয় দিনের মতো চলছে সুন্দরবনের আগুন নেভানোর কাজ বাড়ির ভিতর স্বল্প পরিসরে মাছচাষে তিনগুণ লাভে খুশি মাছচাষী শরীয়তপুর সদর উপজেলাকে একটি আধুনিক উন্নত মডেল রূপে গড়ে তুলবো-উজ্জ্বল আকন্দ

ফেনী জেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নির্বাচিত হলেন এ্যাপোলো

ছালাহ্ উদ্দিন (সোনাগাজী) ফেনী
  • আপডেট সময় বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

ফেনী জেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সদস্য সমাজকর্মী নির্বাচিত হয়েছেন সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ নেতা এফ এম মঞ্জুরুল হক এ্যাপোলো। তিনি সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের মহেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় শিক্ষা পদক-২০২২ উপলক্ষে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের বিদোৎসাহী সদস্য ক্যাটাগরিতে তাঁকে নির্বাচিত ঘোষণা করেন জেলা বাছাই কমিটি। গত ২১ সেপ্টেম্বর শিক্ষা পদক-২০২২ এর জেলা যাচাই বাচাই কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো আবু সেলিম মাহমুদ উল হাসানসহ কমিটির অপরাপর সদস্যরা তাকে জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত করেন। ফেনী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ট ব্যক্তিরা আগামী কয়েকদিনের মধ্যে বিভাগীয় পর্যায়ে পরীক্ষায় অংশ নেবে। জানাযায়, এফ এম মঞ্জুরুল এ্যাপোলো বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শির্ক্ষার্থী ঝরে পড়া কমাতে অসামান্য ভূমিকা পালন করেছেন। এছাড়াও তিনি প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সকল সদস্য এবং শিক্ষক মন্ডলী ও অভিভাবকদের সাথে শিক্ষার মান উন্নয়নে নিয়মিত মতবিনিময় সভা করেছেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শ্বিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। জানতে চাইলে এফ এম মনজুরুল হক এ্যাপোলো বলেন, ‘প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে সব সময় চেষ্টা করি বিদ্যালয়ের খোঁজ খবর নেওয়ার। আমাকে জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই অর্জনের ফলে আমার বিদ্যালয়ের সুনামের পাশাপাশি আমার কর্মস্পৃহা ও দায়িত্ব বাড়বে। বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনে সকলের দোয়া কামনা করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com