মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন

দাউদকান্দিতে জেলা প্রশাসকের পূজা মন্ডপ পরিদর্শন

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১ অক্টোবর, ২০২২

কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সকলকে শারদীয় শুভেচ্ছা জানান কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। শুক্রবার সন্ধ্যায় উপজেলার গৌরীপুর বাজারের সর্বজনী সিসি দুর্গা মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও পূজা সুষ্ঠ ও সুন্দরভাবে উদযাপন করার ক্ষেত্রে পূজারীদের প্রতি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তাছাড়া অপ্রীতিকর কোন ঘটনা এড়াতে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করার জন্য এবং আইন শৃঙ্খলার বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে বলে জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মো. জিয়াউর রহমান গৌরীপুর ইউপি চেয়ারম্যান নোমান মিয়া সরকার, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ মোহাম্মদ রকিবুল ইসলাম, গৌরীপুর বাজারের পুজা কমিটির সাধারন সম্পাদক সনজিত রায়, নন্দলাল কর্মকার, বাবু সুনিল ডাক্তার, সুমেন সাহা, পূজা উদযাপন কমিটির সদস্যরাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। পূজাম-প প্রদর্শনকালে গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান মিয়া সরকার বলেন, গৌরীপুর ইউনিয়ন সহ দেশে সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূজা পালিত হচ্ছে।এই পূজাকে কেন্দ্র করে যাতে গৌরীপুর ইউনিয়নে পূজাম-পগুলোতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেটি নজরে রেখে ইউনিয়ন পরিষদের সকল সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলে কাজ করে যাচ্ছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com