মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন

ভোলায় তৃতীয়বার প্রাথমিকে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন কামাল হোসেন

ভোলা প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১ অক্টোবর, ২০২২

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২, ভোলা জেলায় তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাবাজার ফাতেমা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং ভোলা সদর দক্ষিণ দিঘলদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন। তিনি বিগত ২০১৭ইং সালের প্রথম দিকে ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব নিয়ে বিদ্যালয় এবং শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে কাজ করে আসছেন। এছাড়াও তিনি শিক্ষা, সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক অবদান রেখে চলছেন। এদিকে টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত বাংলাবাজার ফাতেমা খানম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও ব্যাবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ। ইতিমধ্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যরা উচ্ছ্বসিত হয়ে মোঃ কামাল হোসেনকে এক বর্নাঢ্য সংবর্ধনা দিয়েছেন। কামাল হোসেন জানান, তিনি সামনের প্রতিযোগিতায় বিভাগ ও জাতিয় পর্যায়েও শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ার ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করেছেন। উল্লেখ্য ইতোপূর্বে কামাল হোসেন ২০১৭ এবং ২০১৯ইং সালে পর পর দুইবার বরিশাল বিভাগে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com