শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন

নীলফামারীতে শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৩ অক্টোবর, ২০২২

‘গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ’ শ্লোগানে নীলফামারীতে শিশু অধিকার সপ্তাহ শুরু হয়েছে। সোমবার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি নীলফামারী কার্যালয়ে বেলুন উড়িয়ে সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মির্জা মুরাদ হাসান বেগ। এরআগে বিশ^ শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী আলোচনা সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইমরান মিঞা, শিশু একাডেমি পরিচালনা পর্ষদের সদস্য আহসান রহিম মঞ্জিল, ইএসডিও’র আঞ্চলিক ব্যবস্থাপক লোকমান হোসেন, উত্তর বঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের কেন্দ্র ব্যবস্থাপক সুশেন রায় বক্তব্য দেন। শিশু একাডেমি সুত্র জানায়, তিন অক্টোবর থেকে শুরু হওয়া এই সপ্তাহ চলবে ১১অক্টোবর পর্যন্ত। জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন, প্রতিযোগীতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সপ্তাহের কর্মসুচীতে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইমরান মিঞা জানান, ১১অক্টোবর বিকেলে শিশু একাডেমি কার্যালয় প্রাঙ্গণে সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিন পুরস্কার বিতরণ করা হবে বিজয়ীদের মাঝে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com