বুধবার, ২২ মে ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
আজ বাজারে আসছে নওগাঁর আম ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচন অধিকাংশ কেন্দ্রই ছিল ফাঁকা! মানবাধিকার প্রতিষ্ঠায় নতুন একটি মুক্তিযুদ্ধের দরকার জামালপুরে সভায় বক্তারা কালীগঞ্জে এমপি আনারের সন্ধ্যান ও সুস্থতা কামনায় শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে দোয়ার আয়োজন গলাচিপা উপজেলায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট তারাকান্দা গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নিরন্তর কাজ করছেন জোবায়ের হোসেন বাগেরহাটে বিতর্ক, রচনা, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বগুড়ার শেরপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ফরিদগঞ্জে ভোট বর্জনের আহব্বানে মতিনের নেতৃত্বে লিফলেট বিতরণ ও মিছিল রাইসির জানাজায় মানুষের ঢল

হঠাৎ করে জিয়া পরিবার নিয়ে অপপ্রচার করছেন প্রধানমন্ত্রী : রিজভী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করে জিয়া পরিবার নিয়ে অপপ্রচার করছেন বলে অভিযোগ করেছেন’ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ। বুধবার (২ সেপ্টেম্বর) বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ঢাকা জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

প্রধানমন্ত্রীর সমালোচনা করে রিজভী বলেন, ‘আপনি (শেখ হাসিনা) আগেও কখনও বলেননি। কিন্তু হঠাৎ করে বিএনপির বিরুদ্ধে এতো অপপ্রচার করছেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ১৫ আগস্টের সঙ্গে জড়িয়ে এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িয়ে নানা কথা বলছেন। আপনার সামর্থ্য থাকলে একটি সুষ্ঠু নির্বাচন দেন। মানুষ যদি অন্যায় করেন তবে তো মানুষের সমর্থন থাকবে না।’
তিনি বলেন, ‘আপনি (প্রধানমন্ত্রী) সুষ্ঠু নির্বাচন না দিয়ে একটি অভিনব নির্বাচন ব্যবস্থা চালু করেছেন। দিনের ভোট রাতে করে ফেলছেন। আগে তো ভোটারদের কেন্দ্রে যেতে দিতেন না, আর এখন সেখানেও নিরাপদ বোধ না করে দিনের ভোট রাতে করছেন। তাই বলছি, একটি সুষ্ঠু ভোট দেন, জনগণ বিচার করবে কে অপরাধী। আপনি তো সুষ্ঠু ভোট দিতে চান না। তাহলে বুঝেন, আপনি কত বড় অপরাধী।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী আরও, ‘আপনার হাতে কী আছে প্রধানমন্ত্রী? আপনার হাতে এম ইলিয়াস আলীর গুম নেই, সাইফুল ইসলাম হিরুর গুম আপনার হাতে নেই? তেজগাঁওয়ের সুমনের গুম আপনার হাতে নেই? নাটোরের উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর, তাকে খুন করে রাস্তায় তার লাশের ওপর লাফিয়েছিল আপনারই রাজনৈতিক সন্তান যুবলীগ-ছাত্রলীগের নেতারা। সেই হত্যার রক্ত আপনার হাতে নেই? নিজের হাতে কত রক্ত ভরে আছে, গুম ভরে আছে, কত বিচারবহির্ভূত হত্যার রক্ত আপনার হাতে লেগে আছে, সেদিকে তাকান। তারপরে অন্যের বিরুদ্ধে মিথ্যাচার করবেন।’ ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের সঞ্চালনায় আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী প্রমুখ বক্তৃতা রাখেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com