বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত মাইলস্টোন কলেজে দ্বাদশ শ্রেণির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ

১০ মিনিটেই দাঁতের ব্যথা সারবে যে উপায়ে!

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

দাঁতের ব্যথা হুট করেই হতে পারে যখন তখন! এই সমস্যাকে অনেকেই সাধারণ ভেবে অবহেলা করেন, যদিও তা মোটেও ঠিক নয়। দাঁতের ব্যথা অনেক কষ্টকর ও ভয়াবহও বটে। কখনো কখনো ব্যথা এত তীব্র হয় যে পুরো মুখ ফুলেও যেতে পারে।
দাঁতের ব্যথা কেন হয়? বিভিন্ন কারণে দাঁতে বা গোড়ার ব্যথা হতে পারে। বিশেষ করে যারা শক্ত জিনিস বেশি খান তারা দাঁতের ব্যথায় বেশি ভোগেন। এছাড়া ব্যাকটেরিয়ার সংক্রমণও দাঁত ব্যথার কারণ হতে পারে।
দাঁতের ভেতরে থাকে সজ্জা, যা স্নায়ু টিস্যু ও রক্তনালিতে ভরা। এই সজ্জাসহ স্নায়ুগুলো আপনার শরীরের সবচেয়ে সংবেদনশীল। যখন দাঁতের স্নায়ুগুলো ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত হয়, তখন তারা তীব্র ব্যথার কারণ হতে পারে।
দাঁত ব্যথার চিকিৎসা কি? সাধারণ কারণে হালকা দাঁতের ব্যথা নিজে থেকেই চলে যায়। তবে যদি কোনো সংক্রমণের কারণে প্রচ- দাঁত হয় তবে দ্রুত দন্তবিশেষজ্ঞের দেখানো উচিত। তবে কিছু ঘরোয়া প্রতিকারও আছে, যা দ্বারা মুহূর্তেই আপনি দাঁতের ব্যথা থেকে মুক্তি পাবেন। জেনে নিন কী কী?
গরম পানিতে গার্গল করুন: আইআরজেপিএমএস’এ প্রকাশিত এক সমীক্ষা অনুসারে, লবণ প্রাকৃতিক জীবাণুনাশক। কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে গার্গল করলে দাঁতের ব্যথা থেকে সইস্ত মিলবে। এই প্রক্রিয়া দিনে ৪-৫ বার পুনরাবৃত্তি করুন।
বেকিং সোডার পেস্ট ব্যবহার: বেকিং সোডা দাঁতের ব্যথা থেকে মুক্তি পেতে সাহায্য করে। আপনার টুথপেস্টে বেকিং সোডা যোগ করে ব্যথাযুক্ত দাঁতে প্রয়োগ করলেই কয়েক মিনিটের মধ্যে ব্যথা সারবে।
ব্যথার জায়গায় বরফ লাগান: এনসিবিআইয়ের রিপোর্ট অনুযায়ী, বরফ যে কোনো ধরনের প্রদাহ নিরাময়ে ভালো কাজ করে। দাঁতে ব্যথা সারাতে কমপক্ষে ১৫ মিনিটের জন্য বরফ সেঁক নিন।
টি ব্যাগ: চায়ে উপস্থিত ট্যানিক অ্যাসিড প্রদাহ কমাতে সাহায্য করে। এজন্য দাঁতের ব্যথার কারণে সৃষ্ট ব্যথা ও মুখের ফোলাভাব দূর করতে ব্যবহার করুন হালকা গরম টি ব্যাগ।
লবঙ্গ: এনসিবিআইয়ে প্রকাশিত এক সমীক্ষা অনুসারে, লবঙ্গে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য যা সংক্রমণ কমাতে সাহায্য করে। এজন্য আক্রান্ত স্থানে লবঙ্গ তেলও ব্যবহার করতে পারেন। সূত্র: হেলথলাইন/ইন্টারডেন্ট




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com