বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১০:৫২ অপরাহ্ন

শান্তিরক্ষা মিশনে নিহত সেনাসদস্য জাহাঙ্গীরের বাড়িতে শোকের মাতম

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় পুঁতে রাখা দূর নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণে বাংলাদেশ সেনাবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন বাংলাদেশি সেনাসদস্য। বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার (৪ অক্টোবর) ভোর ৬টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেনাসদস্যরা হলেন সৈনিক জসিম উদ্দিন (৩১), জাহাঙ্গীর আলম (২৬) ও শরিফ হোসেন (২৬)। এদের মধ্যে জাহাঙ্গীর আলমের বাড়ি নীলফামারীতে। তিনি জেলার ডিমলা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামের লতিফর রহমানের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ২০১৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন জাহাঙ্গীর আলম। ১০ মাস আগে মধ্য আফ্রিকান প্রজাতেন্ত্রর ব্যানব্যাট-৮ এলাকার উইক্যাম্পে শান্তিরক্ষী মিশনে যান তিনি। মঙ্গলবার সকালে সেবাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মোবাইল ফোনে জাহাঙ্গীর আলমসহ তিনজন নিহত হওয়ার বিষয়টি পরিবারকে জানান। নিহত হওয়ার খবরে জাহাঙ্গীর আলমের পরিবারে বইছে শোকের মাতম। বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা লতিফর রহমান। বারবার মূর্ছা যাচ্ছেন মা। শোক প্রকাশ করেছেন তার পাড়া প্রতিবেশীরাও।
বিষয়টি নিশ্চিত করে জাহাঙ্গীর আলমের বড় ভাই করপোরাল আবুজার রহমান বলেন, ‘১০ মাস আগে মধ্য আফ্রিকান প্রজাতেন্ত্রর ব্যানব্যাট-৮ এলাকার উইক্যাম্পে শান্তিরক্ষী মিশনে যায় আলম। গ মঙ্গলবার ভোর ৪টায় মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আমার ভাইসহ তিন বাংলাদেশি সেনা প্রাণ হারান বলে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের পরিবারকে জানান।’ তিনি আরও বলেন, ‘বিষয়টি জানার পর থেকে পরিবারের সবাই শোকে কাতর হয়ে পড়েছেন। ভাইয়ের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক এই অনুরোধ আমার।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com