মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন

গলাচিপায় আলীগ মনোনীত জেলা পরিষদ প্রার্থীর সাথে ভোটারদের মতবিনিময়

খালিদ হোসেন মিলটন গলাচিপা (পটুয়াখালী):
  • আপডেট সময় বুধবার, ৫ অক্টোবর, ২০২২

আসন্ন ১৭ই অক্টোবর/২২ পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে, চেয়ারম্যান পদপ্রার্থী ও শেখ হাসিনার মনোনীত এবং আনারস মার্কার জনপ্রিয় ত্যাগী নেতা সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জনাব, মো. খলিলুর রহমান এর সমর্থনে, জেলা নেতৃবৃন্দ গতকাল গলাচিপা মুক্তিযোদ্ধা সংসদ হল রুমে, উপজেলা আওয়ামী লীগের আয়োজনে, ১২ টি ইউপি চেয়ারম্যান, ১টি পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচিত ১৭২ জন প্রতিনিধিদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, জননেতা সুলতান আহমেদ, জেলা যুবলীগের সভাপতি এডভোকেট মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ, পৌর মেয়র আহসানুল হক তুহিন, আওয়ামী লীগের সাবেক দুই সভাপতি হাজী শাহাজান মিয়া ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সভাপতি মোহাম্মদ হারুন অর রশিদ, সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান, আজিজুর রহমান বাবলু প্রমুখ। মত বিনিময় সভায় জেলা নেতৃবৃন্দ শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রায় তার মনোনীত, দলীয় প্রার্থীকে, আনারস মার্কায় ভোট প্রদানের জন্য ভোটারদের কাছে দাবি জানায়। সূত্রে জানা যায়, মতবিনিময় সভায়, সকল চেয়ারম্যান ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যা, সকলের প্রিয় মোহন ভাইকে, আনারস প্রতীকে জেলার মধ্য বেশি ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে অনেক ভোটারগণ মতামত প্রকাশ করেন। ভোটারদের আনারস মার্কার প্রার্থী জননেতা মোহন ভাই বলেন, বিগত সময়ে বৃহত্তর গলাচিপার বিভিন্ন জনপদে, নানা উন্নয়ন কার্যক্রম করেছেন, আগামীতে নির্বাচিত হলে শেখ হাসিনার সোনার বাংলা বিনির্মাণে, মানুষের সেবায় কাজ করার প্রতিশ্রুতি দেন । এছাড়া সাধারণ সদস্য পদে উপজেলা আওয়ামী লীগ নেতা ও দলের মনোনীত প্রার্থী মাইনুল ইসলাম রনো কে তালা মার্কায় ভোট প্রদানের অনুরোধ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com