শনিবার, ১৮ মে ২০২৪, ০৯:৫৩ অপরাহ্ন

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আবুল কালাম আজাদ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন নির্বাহী পরিচালক জি এম আবুল কালাম আজাদ। এছাড়া সার্বিক সহযোগিতা করার জন্য দুজনকে সহকারী মুখপাত্র করা হয়েছে। গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক তাকে মুখপাত্র হিসেবে নিয়োগ দিয়েছে বলে জানান নতুন নিযুক্ত মুখপাত্র আবুল কালাম আজাদ। এছাড়া অপর দুই সহকারী মুখপাত্র করা হয়েছে-অফসাইট সুপারভিশন বিভাগের পরিচালক মো: আনোয়ারুল ইসলাম এবং ডিপার্টমেনট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স-এর পরিচালক সাঈদা খানমকে। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র হিসেবে দায়িত্বে ছিলেন আবুল কালাম আজাদ। সর্বশেষ কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নির্বাহী পরিচলক মো: সিরাজুল ইসলাম। ২০১৮ সালের জুলাই মাসে নিয়োগ পেয় চার বছরের অধিক সময় দায়িত্ব পালন করে গত ৪ অক্টোবর কেন্দ্রীয় ব্যাংক থেকে তিনি অবসরে যান। এর এক দিন পরই আবুল কালাম আজাদকে নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব দিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। আবুল কালাম আজাদ ১৯৯২ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে যোগ দেন বাংলাদেশ ব্যাংকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com