টি-২০ বিশ্বকাপ দলের স্ট্যান্ড-বাই হিসেবে ভারতীয় নির্বাচকরা মোহাম্মদ শামি ও দীপক চাহার, দু’জনকেই বেছে রেখেছেন। শেষমেশ বুমরাহ চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় শিকে ছিঁড়তে চলেছে মোহাম্মদ শামির ভাগ্যে। শামি আগামী ৩-৪ দিনের মধ্যেই অস্ট্রেলিয়ায় উড়ে যাচ্ছেন বলে খবর সংবাদ সংস্থা পিটিআইয়ের। সম্প্রতি করোনা আক্রান্ত হওয়ায় ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে মাঠে নামতে পারেননি শামি। তবে এই মুহূর্তে তিনি সম্পূর্ণ ফিট বলে সূত্র মারফৎ জানতে পেরেছে সংবাদ সংস্থাটি।
আরো উল্লেখযোগ্য বিষয় হলো, বুমরাহর বদলি হিসেবে বিশ্বকাপের মূল স্কোয়াডে ঢোকার অন্যতম দাবিদার দীপক চাহারের গোড়ালিতে মোচড় লেগেছে বলে খবর। চোট গুরুতর না হলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ থেকে তাকে সরিয়ে নেয়া হচ্ছে বলেই শোনা যাচ্ছে। যদিও বিসিসিআইয়ের তরফে চাহারের চোট অথবা বুমরাহর বদলি হিসেবে শামির অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার কথা এখনও সরকারিভাবে জানানো হয়নি। টিম ইন্ডিয়া প্রাথমিকভাবে ১৪ জনের স্কোয়াড নিয়ে বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ায় উড়ে গেছে। সেখানে ইতিমধ্যে প্রস্তুতিও শুরু করেছেন রোহিত শর্মারা। বুমরাহর বদলি হিসেবে জাতীয় নির্বাচকরা যাকে বেছে নেবেন, স্কোয়াডের ১৫তম সদস্য হিসেবে অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের সাথে যোগ দেবেন তিনি।
মোহাম্মদ শামি ও দীপক চাহার ছাড়া ভারতের টি-২০ বিশ্বকাপ দলের রিজার্ভ ক্রিকেটার হিসেবে নাম রয়েছে শ্রেয়স আইয়ার ও রবি বিষ্ণোইয়ের। তবে যেহেতু একজন পেসারের প্রয়োজন ভারতীয় দলের, তাই শ্রেয়স ও রবি বিষ্ণোইয়ের নাম এক্ষেত্রে বিবেচনায় নেই। সূত্র : হিন্দুস্তান টাইমস