উন্নয়নে আপনার বিশ্বস্থ অংশীদার এই প্রতিপাদ্য নিয়ে রাষ্ট্রয়াত্ব জনতা ব্যাংক লিমিটেডের বরিশাল বিভাগীয় শাখা ব্যাস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮) অক্টোবর সকাল সাড়ে ১০ টায় নগরীর বান্দরোডস্থ হোটেল গ্রান্ডপার্ক বলগেট হল রুমে অনুষ্ঠিত হয়। জনতা ব্যাংক বরিশাল বিভাগীয় জনতা ব্যাংক লিমিটেড এর হিউম্যান রিসোসের্স ডিভিশন মহা ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শাখা ব্যবস্থাপকদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি এমডি এন্ড সিইও জনতা ব্যাংক লিমিটেড (বীর মুক্তিযোদ্ধা) মোঃ আব্দুছ ছালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনউপ-ব্যবস্থাপনা পরিচাল মোঃ আব্দুল জব্বার,এফ সি এম এ এফ সি এ মোঃ নুরুল আলম,চিফ ফিন্যান্সিয়ার্স অফিসার (ডিএমডি) মোঃ আনোয়ার হুসাইন । সম্মেলনে বরিশাল বিভাগের ৪২টি জনতা ব্যাংক শাখা ব্যবস্থাপক সহ ৬০ জন কর্মকর্তা সম্মেলনে অংশ গ্রহন করে। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম এসময় বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় সিএমএসএমই ঋন বিতরন বৃদ্ধি,আমানত সংগ্রহ সিএল হ্রাস,ফরেণ রেমিটেন্স বৃদ্ধি,শাখার গ্রাহক সেবার মান উন্নয়ন ও প্রতিটি শাখাকে সিএল এবং অবলোপন মুক্ত করা সহ ২০২২ সালে সকল সুচকেরশতভাগ লক্ষমাত্রা অর্জনের দিক নির্দেশনা প্রধান করেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল। তিনি বঙ্গবন্ধর নাম করা জনতা ব্যাংক দক্ষিণ এশিয়ায় শেষ্ঠ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষেসবাইকে নিরলসভাবে কাজ করার আহবান জানান।