এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম সমিতি কক্সবাজার জেলার চকরিয়ার বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির অভিষেক ও শপথ পাঠ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুর ১২ টা থেকে ২টা পর্যন্ত সমিতির নিজস্ব ভবনের নিচতলায় পবিত্র কুরআন তেলাওয়াত পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে নব-নির্বাচিত সভাপতি দেলোয়ার হোছাইন (এমএ) সভাপতিত্বে নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মঈন উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনি বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান। উদ্বোধনী ভাষণ শেষে নব-নির্বাচিত ব্যবস্পনা কমিটির দায়িত্বশীলদেরকে শপথ পাঠ করান কক্সবাজার জেলার সমবায় কর্মকর্তা জহির আব্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন: চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম। তিনি বলেন‘এশিয়া মহা দেশের দ্বিতীয় বৃহত্তম সমিতি হিসেবে বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতিটি পরিচিত। এই সমিতির ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হলে নির্বাচিত প্রতিনিধিদের কার্যক্রম স্বচ্ছ, ন্যায্য পাওনা প্রতিষ্ঠা, সভ্য ও পোষ্যদের যথাযথ মূল্যায়ন, দুর্নীতিমুক্ত ব্যবস্হাপনা, দখল-বেদখলে না জড়ানো, সরকারের রাজস্ব যথাসময়ে আদায়, সমিতির অধিনস্হ যে সকল প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোকে আধুনিকায়ন করা, এলাকার উন্নয়নে স্ব-উদ্যোগে কাজ করা,গরীব, অসহায়দের সহযোগিতা করা, ঘুষ-বাণিজ্যহীন বিচার ব্যবস্হা দ্রুতায়ন করা, এলাকাকে মাদক, সন্ত্রাস মুক্তকরণে অগ্রণী ভুমিকা পালন করাসহ জবাবদিহিতা মূলক সমিতির উন্নয়ন ও উন্নতি করা লক্ষে কাজ করতে হবে। তিনি আরও বলেন, এসব বিষয় এড়িয়ে চললে আগামী ত্রি-বার্ষিক নির্বাচনে ব্যর্থ কমিটি হিসেবে পরিচিত লাভ হয়ে, সভ্য ও পোষ্যদের ধিক্কার খাবেন। আমি সমিতির উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করছি। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চকরিয়ার সহকারী কমিশনার(ভূমি) মোঃ রাহাত উজ্জামান, চকরিয়া-পেকুয়া সার্কেলের এএসপি তৌফিকুল আলম, চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আ’লীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউপির চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, চকরিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলার সাধারণ সম্পাদক-মকছুদুল হক ছুট্রু, বদরখালী ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরে হোছাইন আরিফ, চকরিয়া উপজেলার সমবায় অফিসার জাহাঙ্গীর আলম এবং কক্সবাজার সদর উপজেলা সমবায় অফিসার রমিজ উদ্দিন। অনুষ্ঠানে আগত অতিথিদেরকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সমিতির নব-নির্বাচিত ও পুরাতন কমিটির সকল দায়িত্বশীল, প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তা, মূল সভ্য, অংশীদারগণ, সাধারণ জনগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।