ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন প্রার্থী। এর মধ্যে সদ্য প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ ছেলে ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু রয়েছেন। রোববার ফরিদপুরের নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবিরের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, সাবেক সাংসদ মো. সাইফুজ্জামান চৌধুরী জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে মনোনয়নপত্র জমাদান উপলক্ষে লাবু চৌধুরীকে ঢাকা থেকে ফরিদপুরে প্রবেশের সময় দৌলতদিয়া থেকে কয়েকশ গাড়ির বহর নিয়ে অভ্যর্থনা জানান স্থানীয় নেতাকর্মীরা। নগরকান্দা ও সালথার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন। এছাড়াও সোমবার সালথায় নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক স্বতন্ত্র প্রার্থী জামাল হোসেন মিয়া, নগরকান্দা পৌর যুবলীগের সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান মিঠু নগরকান্দায় তার মনোনয়নপত্র জমা দেন এছাড়াও বাংলাদেশ খেলাফত আন্দোলনের জয়নুল আবেদীন বকুল মিয়া, জাতীয় পার্টির মোঃ আলমগীর মিয়া, স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের। উপ- নির্বাচন উপলক্ষে মোট ছয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে ফরিদপুর জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানাগেছে। প্রসঙ্গত, সদ্য প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ০৫ নভেম্বর। নির্বাচন কমিশন (ইসি) গত ২৬ সেপ্টেম্বর এ নির্বাচনের তফসিল ঘোষণা করে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভায় এ তফসিল চূড়ান্ত করা হয়। এ উপ-নির্বাচনে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এর মাধ্যমে। ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে ওই আসনটি শূন্য হয়।