সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম ::
তোফায়েল আহমেদ বিনা ভোটে এমপি হয়ে পারিবারিক ভাবে লুঠপাট করেছে-হাফিজ ইব্রাহিম শ্রেষ্ঠ গাইড হিসেবে পুরস্কার পেলেন মাইলস্টোন কলেজের ছাত্রী মেহজাদ আকবর এসবিএসি ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত দৌলতখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু

ভ্রাম্যমাণ নাতে রাসূল (সা.)-এ বাধা ও গ্রেপ্তারের প্রতিবাদ অব্যাহত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১২ অক্টোবর, ২০২২

১২ রবিউল আউয়াল সিরাতুন্নী (সা.) নাতে রাসূল (সা) পরিবেশনায় অনাকাক্সিক্ষতভাবে পুলিশের বাধাদান সহ নবী প্রেমিকদের অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে এবং গ্রেফতারকৃতদের ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সিরাত উদযাপন কমিটি। বিক্ষোভ মিছিলটি দুপুর ১.৪৫টায় উত্তরার আজমপুর ব্রিজের নিচ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাউস বিল্ডিং-এর সামনে এসে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা রাফিউল কাদের, মাওলানা আব্দুর রহমান, মাওলানা গোলাম মাওলা, মাওলানা আব্দুল হালিম, মাওলানা কুতুব উদ্দিন ও মাওলানা জামাল উদ্দিন প্রমূখ। জনতা শান্তিপূর্ণ মিছিল শেষ করে যখন বাসায় ফিরছিলেন তখন পুলিশ মিছিলে অংশ গ্রহণকারী ইসলাম প্রেমিক জনতা, আলেম-উলামা এবং পথচারীর উপর নির্বিচারে গুলি করে। এতে অর্ধশত আহত হন। সেখান থেকে পুলিশ আলেম উলামাসহ ১০/১৫জনকে তুলে নিয়ে যায়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিশ^নবী হযরত মোহাম্মদ (সা.) বিশে^র সর্বকালের ও সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। তার ইজ্জত ও আজমতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন ইসলামী আকিদাহর অংশ। কিন্তু একশ্রেণির অতি উৎসাহী পুলিশ সদস্য উত্তরার জসিম উদ্দীন সড়কে নবী দিবসে নাতে রাসূল (সা.) পরিবেশনের সময় ৬ জন শিল্পিসহ ৯ জনকে অন্যায়ভাবে গ্রেফতার করে দেশের তৌহিদী জনতার কলিজায় আঘাত হেনে ক্ষমার আযোগ্য অপরাধ করেছে। দেশের আত্মসচেতন মানুষ পুলিশের এই অন্যায় সিদ্ধান্ত কোন ভাবেই মেনে নেবে। বক্তারা অবিলম্বে ৯ ও ১১ অক্টোবর গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় জাতীয় সিরাত উদযাপন কমিটি রাজপথে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।
তারা বলেন, আমাদের সংবিধানের (১২ঘ) অনুচ্ছেদে ব্যক্তির স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালনের অধিকারের নিশ্চিয়তা প্রদান করা হয়েছে। কিন্তু অতীব পরিতাপের বিষয় যে, ইসলাম বিদ্বেষীরা ১২ রবিউল আউয়াল পালনে নানাবিধ বাধা-প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। সম্পূর্ণ অনাকাক্সিক্ষতভাবে রাজধানীর বনানী, গুলশান ও উত্তরায় জাতীয় সিরাত কমিটির ভ্রাম্যমাণ নাতে রাসূল (সা.) পরিবেশনায় বাধা প্রদান করা হয়েছে এবং উত্তরায় জসিম উদ্দিন সড়কের ট্রাক থেকে ৯ জনকে তুলে নেয়ার অতিনিন্দনীয় ঘটনাও ঘটানো হয়েছে। বক্তারা এসব ঘটনায় দায়িদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি জোর দাবি জানান।
পুলিশের গুলী ও গ্রেফতারের প্রতিবাদ : ইসলামপ্রিয় জনতার শান্তিপূর্ণ বিক্ষোভ-সমাবেশে পুলিশের গুলী, লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও ১০/১৫ জনকে তুলে নেয়ার ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ এবং গ্রফতারকৃতদের ১২ ঘন্টার মধ্যে মুক্তি দাবি করে বিবৃতি দিয়েছেন সিরাত কমিটির সহ-সভাপতি মাওলানা সালাহ উদ্দীন আইয়ুবী।
এক বিবৃতিতে মাওলানা আইয়ুবী বলেন, সিরাত উদযাপন কমিটি ১২ রবিউল আউয়াল উপলক্ষে ভ্রাম্যমাণ নাতে রাসূল (সা.) পরিবেশনার আয়োজন করেছিল। নগরবাসী তা উপভোগ করে বিমোহিত হোন। কিন্তু দুঃখজনক ঘটনা হলো, শিল্পিদের নাতে রাসুল (সা.) পরিবেশনের সময় উত্তরা পশ্চিম থানার ওসি মহসিনের নেতৃত্বে ট্রাকের ড্রাইভার, হেলপারসহ ৯ জন শিল্পীকে আটক করে নিয়ে যান। আমরা তাদের কাছে নবীপ্রেমিকদের গায়ে হাত না দেয়ার জন্য অনুরোধ করেছিলাম। তাদেরকে ছেড়ে দেয়ার জন্য বারবার অনুরোধ করা স্বত্ত্বেও ছাড়া হয়নি। আমরা বলেছিলাম ২৪ ঘন্টার মধ্যে আটককৃতদের ছেড়ে না দিলে আমরা রাজপথে নামবো। মানববন্ধন, সংবাদ সম্মেলন করে আমরা একই অনুরোধ করার পর তারা কর্ণপাত না করায় আজ বিক্ষোভের ডাক ছিয়েছিলাম। পরিতাপের বিষয় আজ বিক্ষোভে লাঠিচার্জ, গুলি চালিয়ে অর্ধশত আলেম-উলামা, ইসলাম প্রিূয় জনতা আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে নিরাপরাধ পথচারীসহ ১০/১৫ জন আটক করে নিয়ে গেছে। যা বেআইনী, মানবাধিকারের পরিপন্থী ও নাগরিকের সাংবিধানিক অধিকারের মারাত্মক লঙ্ঘন।
তিনি আগামী ১২ ঘন্টার মধ্যে উত্তরায় মিছিল থেকে আটককৃদের নিঃশর্ত মুক্তি দেয়ার আহবান জানান। অন্যথায় রাজধানীর প্রতিটি মসজিদ থেকে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করা হবে।
জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন : পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে সিরাতুন্নবী (সা) উদযাপন জাতীয় কমিটি পরিচলিত ভ্রাম্যমাণ না’তে রাসূল (সা.) পরিবেশনকালে জসিম উদ্দীন সড়ক থেকে ৬ জনশিল্পিসহ মোট ৯ জনকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে এবং অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সীরাতুন্নী (সা.)উদযাপন জাতীয় কমিটির ঢাকা মহানগর শাখা। গত ১১ অক্টোবর বেলা ১১ টায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় সিরাত উদযাপন কমিটির নির্বাহী সদস্য ইব্রাহিম বাহারী, মাওলানা আব্দুল হালিম ও এ্যাডভোকেট রোকন রেজা। উপস্থিত ছিলেন এডভোকেট রেজাউল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শাহীন হাসনাত ও নির্বাহী সদস্য শহিদুল ইসলাম প্রমূখ। প্রেসবিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com