অনিশ্চয়তা কাটিয়ে বিশ্বকাপ দলে ফিরছেন শাহীন শাহ আফ্রিদি। সবকিছু ঠিক থাকলে ১৫ অক্টোবর ব্রিসবেনে দলের সাথে যোগ দিবেন সময়ের অন্যতম সেরা এই পেসার। যেখানে ফিটনেসের পরীক্ষা দিতে ১৭ ও ১৯ অক্টোবর যথাক্রমে ইংল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে দুটো প্রস্তুতি ম্যাচেই অংশ নেবেন আফ্রিদি। এদিকে নিজেকে পরিপূর্ণ ফিট হিসেবে ঘোষণা দিয়েছেন সময়ের সেরা এই পেসার। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমকে শাহিন শাহ আফ্রিদি জানান, তিনি ফেরার জন্য পূর্ণ প্রস্তুত।
তিনি বলেন, আমি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জাতীয় দলে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত। প্রিয় খেলা থেকে দূরে থাকা আমার পক্ষে সহজ ছিল না। এই সময়ে আমি অনেক উত্তেজনাপূর্ণ এবং রোমা কর ম্যাচ খেলতে পারিনি, যার জন্য আমার আফসোস হচ্ছে। নিজের অবস্থা সম্পর্কে শাহীন শাহ আফ্রিদি আরো জানান, অনুশীলনে গত দশ দিন যাবত প্রতিদিন পূর্ণ শক্তিতে ৬-৮ ওভার করে বল করছি। পাশাপাশি ব্যাটিং অনুশীলনও হচ্ছে। সব কিছু বিবেচনায় আমার মনেই হচ্ছে না আমি মাঠের বাইরে ছিলাম।
তিনি আরো জানান যে রিহ্যাব প্রোগ্রামটি তার জন্য খুব কঠিন ছিল। কিন্তু একজন পেশাদার অ্যাথলেটের মতো তিনি এটি পুরোপুরি উপভোগ করেছেন এবং আসল বিষয়টি হলো- তিনি এখন অনেক ভালো বোধ করছেন। আর এখন তিনি শুধু অপেক্ষা করছেন, কখন জার্সি গায়ে মাঠে নামবেন।
শাহীন শাহ ফেরার ফলে বিশ্বকাপে পাকিস্তানের বোলিং লাইনআপের নেতৃত্ব থাকছে তার কাঁধেই। সময়ের সেরা এই বোলারের ইঞ্জুরি কাটিয়ে দলে ফেরা পাকিস্তানের জন্য যেমন আনন্দের সংবাদ, তেমনি বিশ্ব ক্রিকেটের জন্যও তা রোমা কর অনুভূতির কারণ। বিশ্বকাপের মতো আসরে বিশ্বসেরাদের লড়াই-ই তো দেখতে চায় সবাই।