গত ১২ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় গণ সমাবেশে যাওয়ার প্রাক্কালে সন্ত্রাসী হামলার শিকার আহত নেতাকর্মীদের দেখতে ১৩ অক্টোবর বৃহস্পতিবার ফেনীতে আসেন বিএনপির দপ্তরে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের রামপুরের বাসায় অবস্থান করে তিনি নেতা-কর্মীদের শারিরীক অবস্থার খোঁজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল এবং ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দীন আলাল, জেলা বিএনপির সদস্য আলা উদ্দিন গঠন, সোনাগাজী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু সহ ফেনী জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় রিজভী আহমেদ চট্রগ্রামে সমাবেশে যাওয়ার প্রক্কালে আহত ছাগলনাইয়া উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আবু সাঈদ কায়সার, নুরুল্লা খান বাচ্ছু,ছাগলনাইয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস একরাম উদ্দিন শিপু, ছাগলনাইয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আব্দুল মতিন, ছাগলনাইয়া উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, ৯নং ওয়াড পৌর যুবদল নেতা রবিউল হক, দাগনভূঁইয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক রাজিব, সদস্য সচিব তোহিদুল ইসলাম মানিক, সোনাগাজী স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আবুল মনসুর সবুজ, সোনাগাজী স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক বোরহান, ফুলগাজী উপজেলা আহবায়ক কামাল, ফেনী পৌর ছাত্রদল মেহেদি, ছাত্রদল নেতা শুভ, এলমান, দাগনভূইয়া ছাত্রদল নেতা মাসুদ , জাফর, মামুন শ্রাবণ, যুবদল নেতা ছোট দোলনের শারিরীক অবস্থার খোঁজ খবর নেন। এ সময় তিনি নেতা কর্মীদের উপর সরকার দলীয়দের হামলার ঘটনায় নিন্দা জানিয়ে এর সুষ্ঠু বিচার দাবী করেছেন।