গলাচিপা উপজেলা প্রশাসন দরবার হলে, বৃহস্পতিবার বিভিন্ন সরকারি কর্মকর্তা , জন প্রতিনিধি এনজিও কর্মী, শিক্ষক ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এক অবহিত করন সভা অনুষ্ঠিত হয়। দেশের দরিদ্র জনগোষ্ঠির সল্প আয় ও সুবিধাবঞ্ছিত মানুষের জন্য অলাভজনক, সামাজিক অর্থনৈতিক উন্নয়ন, দুর্যোগব্যবস্থাপনা এনং জরুরী স্বাস্থ্যসেবা প্রদানকারী একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সি আই এস) এর ব্যবস্থাপনা সভায় সভাপতিত্ব করেন সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার অনুষ্ঠানে অবহিত করন সভায় শুভ উদ্ধোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো.নিজাম উদ্দিন মোল্লা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মাজিয়া নিতু। অবহিত করন সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাকুয় ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম বাদল , মাধ্যমিক শিক্ষা অফিসার মো.গোলাম মস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসাইন, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি দিলীপ নারায়ন ভূইয়া, গলাচিপা প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত মলয়, স্কুল শিক্ষক মো.মস্তফা কামাল । সভার সুরুতে প্রকল্পের নানাবিধ বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম ম্যানেজার সাদিয়া সামদ মৌ এবং প্রকল্পের নানাবিধ বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে ভিডিও চিত্র উপস্থাপনা করেন প্রোগ্রাম ম্যানেজার শাহাদাত হোসেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন উন্নত বিশ্বের সাথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সহ বর্তমান সরকার দেশের পিছিয়ে পরা মানুষের ও ক্ষতিগ্রস্থদের উন্নয়নে একত্রে কাজ করে মানুষের পাশে বিভিন্ন দূর্যোগ ও বিপদ কালীন সময়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহŸন জানান এবং সকলের আচার আচরনে আমদের উন্নয়ন ঘটাতে হবে। অনুষ্ঠানে সংস্থার কর্মকর্তা কর্মচারীরা অংশ গ্রহন করেন।