বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন

মাহি-আদরের সিনেমা দেখে মুগ্ধ ১০২ বছর বয়সী দবির চাচা

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

করোনা মহামারির সময় লন্ডন প্রবাসী বাংলাদেশি নাগরিক দবিরুল ইসলাম চৌধুরীকে (দবির চাচা) নিয়ে বিশ্ব মিডিয়ায় তোলপাড় হয়েছিল। তিনি দবির চাচা নামে ব্যাপক পরিচিত। ১০২ বছর বয়সী এই মানুষটি লকডাউনের সময় হেঁটে হেঁটে বাংলাদেশসহ বিভিন্ন দেশের অসহায় মানুষের সহায়তার জন্য তহবিল সংগ্রহ করেছিলেন। সে আলোচিত মানুষটির বাড়ি সিলেটে। তিনি এবার দেশে এসেছেন আদর-মাহি অভিনীত ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি প্রেক্ষাগৃহে বসে উপভোগ করার জন্য। গত শুক্রবার (১৪ অক্টোবর) রাজধানীর যমুনা ব্লকবাস্টারে বিকেলের শো দেখেন তিনি। এ সময় দবিরুল ইসলাম জানান, দীর্ঘ ত্রিশ বছর পর হলে সিনেমা দেখলেন তিনি। আর সিনেমাটি তার হৃদয় ছুঁয়ে গেছে।
সিনেমাটি দেখার পর নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে দবিরুল ইসলাম বলেন, অসম্ভব ভালো লেগেছে, যেভাবে সিনেমাটির কথা শুনেছিলাম, দেখে তারচেয়েও বেশি ভালো লেগেছে। সিনেমাটির গানগুলোও মিনিংফুল (অর্থবহ)।

গত ৭ অক্টোবর দেশজুড়ে ২১ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি। ত্রিভুজ প্রেমের গল্পের এ সিনেমাটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এসে ৯টি হলে প্রদর্শিত হচ্ছে। এর আগে সিনেমাটির মুক্তি সামনে রেখে ৪ অক্টোবর এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে হাজির হয়েছিলেন দবিরুল ইসলাম। ওই সময় দবিরুল ইসলাম চৌধুরী জানান, ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটির গান ও ট্রেলার তার ছেলে তাকে দেখিয়েছে। দেখে তার অনেক ভালো লেগেছে। তাই দেশের মাটির গন্ধ আছে এমন সিনেমা তিনি প্রেক্ষাগৃহে বসে দেখতে চান। এজন্যই লন্ডন থেকে তিনি দেশে এসেছেন। নিটোল প্রেমের গল্পের এই সিনেমায় মজনু চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ। লাভলী চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও রোমেল চরিত্রে অভিনয় করেছেন শিপন মিত্র।
ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, অভিনেত্রী রেবেকা রউফ, মিলি বাশার, লাবণ্য প্রমুখ। সিনেমাটির নির্বাহী প্রযোজক তমালিকা আকরাম ও লাইন প্রযোজক ইমদাদুল ইসলাম যিকরান। জাহিদ হাসান অভির দ্য অভি কথাচিত্র পরিবেশিত ‘যাও পাখি বলো তারে’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com