সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদী থেকে অবৈধ্য ভাবে বালু উত্তোলনে হুমকির মুখে রয়েছে বসত বাড়ী ও আবাদীজমি। এক শ্রেণীর অসাধু বালু ব্যবসায়ী প্রশাসনের চোখকে ফাকি দিয়ে এই বালু উত্তোলন কোরে বিক্রি করছে। গতকাল বেলকুচি উপজেলার মেঘুল্লা এলাকায় একটি বালুর ডিপোতে গেলে দেখা হয় মুকুন্দগাতী মহল্লার বালু ব্যবসায়ী শহিদুলের সাথে। এ সময় তিনি বালু উত্তোলনের প্রকার অনুমতি দেখাতে পারেনি, তবে তিনি স্বীকার করেছেন যে তিনি বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করেন। এছাড়া অত্র এলাকার আবুল হাসেম জানান, যত্র-তত্র বালু উত্তোলনের ফলে হুমকির মুখে রয়েছে বসত বাড়ী ও আবাদী জমি। এ অবৈধ্য বালু উত্তোলন বন্ধ না হোলে এলাকার বসত বাড়ী ও আবাদী জমি নদীগর্ভে বিলীন হোয়ে যাবে।