একটি জাতীয় দৈনিকে প্রকাশ একটি বিস্ফোরক তথ্য প্রকাশিত হয়েছে। যেখানে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালকের বরাতে দাবি করা হয়, বিশ্বকাপ দলে ফিরতে সাব্বির রহমান লবিংয়ের আশ্রয় নিয়েছিলেন। বিসিবি’র এক পরিচালকের কাছে কান্নাকাটি করে দলে সুযোগ করে নিয়েছেন বলে সেখানে বলা হয়। এই প্রেক্ষাপটে গত রাতে ৯টার পর লাইভে আসেন সাব্বির রহমান। যেখানে সাব্বির দাবি করেন, ‘পারফর্ম করেই জাতীয় ফিরেছেন তিনি। তিনি বলেন, ‘যদি আমি পারফর্ম না করতাম, তবে এশিয়া কাপে দলে সুযোগ পেতাম না। আর আমি যদি কারো মাধ্যমে জাতীয় দলে সুযোগ পেতাম, তাহলে ৩ বছর বসে থাকতাম না। আরো আগেই চলে আসতাম।’
এই সময় ক্রীড়া সাংবাদিকদের ‘নেগেটিভ’ নিউজ করার থেকে বিরত থাকতে বলেন সাব্বির। সংবাদ প্রকাশের আগে সংবাদমাধ্যমগুলোকে তথ্য উপাত্ত যাচাই করে নেয়ার পরামর্শ দিয়েছেন সাব্বির। তিনি মনে করেন, বিষয়গুলো ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে চলে যাচ্ছে। তাছাড়া টিকটক নিয়েও কথা বলেন সাব্বির। তিনি বলেন, টিকটকটা তার পার্সোনাল লাইফের অংশ, যা কোনো দেশদ্রোহিতা নয়। মজার ছলেই টিকটক করেন বলেই জানান তিনি। সেইসাথে এইটা নিয়ে সাংবাদিকদের চিন্তা না করতে বলেন সাব্বির। তিনি আরো বলেন, ‘আমাদের দেশের সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল সমকাল একটা নিউজ করেছে আমাকে নিয়ে। আমি নাকি বিসিবির কোন একটা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে দলে ঢুকেছি। দেখুন, নিউজ করার আগে তথ্য নিয়ে নিউজ করাটা গুরুত্বপূর্ণ। মানুষের ব্যক্তিগত জীবন আছে আর এটা ব্যক্তিগত আক্রমণ হয়ে যাচ্ছে।’ এই সময় সাব্বির সমকালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিবেন বলে দাবি করেন। তিনি বলেন, ‘দিনশেষে কিন্তু আমার পরিবার এসব নিউজ পড়ে এবং দেখে। ওরা কষ্ট পায়। তো আমি এটার ব্যবস্থা নেবো। ইনশাআল্লাহ সঠিক একটা ব্যবস্থা নেবো উনাদের বিরুদ্ধে, সমকালের বিরুদ্ধে। অবশ্যই নেবো। এতদিন যেহেতু চুপ ছিলাম কিছু বলাও হয়নি। কিন্তু একটা পদক্ষেপ নেয়া উচিত। কারণ এটা আমার ব্যক্তি স্বাধীনতার উপরে আক্রমণ হয়েছে।’