শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক প্রতিপাদ্যের আলোকে, জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের শুভ জন্মদিনে, উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিবসটি পালন করে। সরকারিভাবে, উপজেলা প্রশাসনের বঙ্গবন্ধুর ভাস্কর বেদে, সকাল৮টায় প্রশাসনিক, সামাজিক, রাজনৈতিক সংগঠন শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে। বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ছেলে-মেয়েরা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহিন শাহ এর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাকারে র্যালি মিছিল বের করে। শহর ঘুরে উপজেলা পরিষদ হল রুমে, সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে, শেখ রাসেলের স্মৃতি নিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিন শাহ, ভাইস চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, অফিসার্স ইনচার্জ শোনিত কুমার গায়েন, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, কৃষি অফিসার আরজু আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃগোলাম মোস্তফা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুব হাসান শিবলী প্রমুখ। আলোচনার শুরুতে, শেখ রাসেলের জন্ম থেকে, ১৫আগস্ট/৭৫ সালের নির্মম হত্যাকান্ড নিয়ে স্মৃতিময় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিলটন। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয়ে পটুয়াখালী- ১১৩ (৩)নির্বাচনী এলাকার সংসদ সদস্য এসএম শাহজাদা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সভাপতিত্ব করেন, আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু, উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিন শাহ ও পৌর মেয়র আহসানুল তুহিন। অনুষ্ঠানে সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।