বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্ম বার্ষিকী উদযাপন করা হয়েছে। ১৮ অক্টোবর মঙ্গলবার সকালে শহরের শেখ রাসেল শিশুপার্ক সংলগ্ন ম্যুরালে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানানোর পরে শিশুপার্ক প্রাঙ্গন থেকে একটি র্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শিল্পকলা একাডেমীর সামনে গিয়ে শেষ হয়। র্যালী শেষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমিতে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শেখ আবদুল্লাহ সাদিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক ভিপি আবদুল মান্নান, সহসভাপতি সুলতান আহম্মেদ মৃধা, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ গোলাম সরোয়ারসহ বিভিন্ন সরকারি বে-সরকারী প্রতিষ্ঠান এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন। এছাড়া দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ প্রিতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু পরিবারের শিশুদের নিয়ে কেক কাটার আয়োজন করেছে।