মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন

টানা পাঁচ জয়ে শীর্ষে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষ্যে সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ৬ জাতি শেখ রাসেল কাপ আমন্ত্রণমূলক দলগত দাবা চ্যাম্পিয়নশিপ প ম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে প্রথম স্থান লাভ করেছে । শ্রীলংকা ৮ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থান লাভ করেছে। নেপাল ও পাকিস্তান ৪ পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থান লাভ করেছে। প ম রাউন্ডের খেলায় বাংলাদেশ ৪-০ গেম পয়েন্টে নেপালকে পরাজিত করে। বাংলাদেশের পক্ষে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন যথাক্রমে নেপালের ফিদে মাস্টার রাজভান্ডারি রাজেন্দ্র, ফিদে মাস্টার বিলাম লাল শ্রেষ্ঠা, সিঙ্গেশ্বর দাস ও ভাজরাচারিয়া রাজেন্দ্রাকে পরাজিত করেন। মঙ্গলবার সুপার লিগের খেলা শুরু হবে। সুপার লিগের প্রথম রাউন্ডে বাংলাদেশ বনাম শ্রীলংকা এর মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com