বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে মানুষের কল্যাণে কাজ করবে-মাফরুজা সুলতানা সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে বাংলাদেশ কালচারাল একাডেমির শোক দেশের মেধাবী ও আদর্শবান লোকদেরকে দলে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন: তারেক রহমান গোদাগাড়ীতে টমেটো চাষে ‘নীরব বিপ্লব’ ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করছে ইরান ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার দিন-তারিখ ঠিক করে সংস্কার করা অন্তর্র্বতী সরকারের কাজ নয়:খন্দকার মোশাররফ রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: ফখরুল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

পটুয়াখালী জেলা পুলিশের নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও লিফলেট বিতরণ

মির্জা আহসান হাবিব পটুয়াখালী
  • আপডেট সময় শনিবার, ২২ অক্টোবর, ২০২২

আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। ২২ অক্টোবর বেলা সাড়ে টায় দিবসটি উপলক্ষে পটুয়াখালীর চৌরাস্তা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সড়ক প্রদক্ষীন করে জেলা বাস মিনিবাস মালিক সমিতির সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাইনুল হাসান সড়কে নিয়ম মেনে গাড়ী চালানোর বিষয় বক্তব্য রাখেন। বক্তব্য শেষে সড়কে আইন মেনে গাড়ী চালানো বিষক লিফটলেট বিতরন করেন অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাইনুল হাসান। এ ছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ট্রাফিক পুলিশের টিআই মোঃ ফয়সাল আহমেদ, রহমত মিয়া, মোঃ হাবিবুর রহমান, বিজন সরকার, সার্জেন্ট মোঃ আল আমিন, মোঃ রিয়াজ, মেহেদী হাসান , জেলা বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন মৃধা, সিনিয়র সহসভাপতি গোলাম মাওলানা দুলু মৃধা ,পুলিশ পরিদর্শক শেখ জগলুল হাসান, জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপন প্রমুখ। এই লিফলেটের সচেতনতায় ছিল চলন্ত গাড়ীতে উঠানামা থেকে বিরত থাকা, ঝুকি নিয়ে গাড়ীতে ভ্রমণ না করা, বাসের ছাদে বাম্পারে পাদানিতে ভ্রমণ না করা, ভ্রমণ কালীল সময়ে অপরিচিত কারো নিকট থেকে কিছু না খাওয়া, ব্যাক্তগত জিনিস পত্র নিজ দায়িত্বে রাখা, মলম ও অজ্ঞান পার্টি হতে সাবধানে থাকা, গাড়ি চালানোর সময় গতিসীমা মেনে চলা, ঘন ঘন লেন পরিবর্তন না করা, অযথা ওভারটেকিং না করা, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী না নেওয়া, যত্রতত্র যাত্রী উঠা নামা না করা,ক্লান্ত ও অসুস্থ শরীর নিয়ে ড্রাইভিং না করা, ড্রাইভাদের পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, লংরুটে দুইজন ড্রাইভার রাখা, গাড়ির সকল কাগজপত্র গাড়ীতে রাখা ও গাড়ি চলা অবস্থায় মোবাইল ফোনে কথা না বলাসহ সকল ধরনের নিয়ম কানুন সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com