শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন

পাঁচবিবিতে আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছেন ওসি পলাশ চন্দ্র দেব

আব্দুল কাইয়ুম জয়পুরহাট :
  • আপডেট সময় রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

পাঁচবিবি থানায় পলাশ চন্দ্র দেব অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর থেকে মাদক, জুয়া, সন্ত্রাস, চুরি, ছিনতাই, রাহাজানি ও জুলুমবাজের বিরুদ্ধে গ্রহণ করেছেন চ্যালেঞ্জ। প্রথমে তিনি মাদকের আখড়া হিসেবে থানার বিভিন্ন এলাকা চিহ্নিত করে মাদক নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, এর নিকট হতে সার্বিক পারফরমেন্স বিবেচনায় জয়পুরহাটের পুলিশ সুপার, মোহাম্মদ নূরে আলম এর দিক নির্দেশনায় ৩য় বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ” হিসেবে নির্বাচিত হয়েছেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব। পলাশ চন্দ্র দেব পাঁচবিবি থানায় যোগদানের পর থেকেই সৎ চিন্তা ও আধুনিক রুচিশীলতার কারণে পুলিশের আচরণ যেমন পাল্টেছে তেমনি বদলে গেছে থানার চিত্র। সহজেই মানুষকে সেবা দিতে নানান পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি। ৯৯৯ ফোন কল পাওয়া মাত্রই তার নেতৃত্বে ভিকটিমের কাছে পৌঁছে যাচ্ছে পুলিশ। সৃজনশীল ও যুগোপযোগী পরিকল্পনার ফলে থানা ও পুলিশ হয়ে উঠেছে এ উপজেলার মানুষের আস্থার ঠিকানা। তিনি এ থানায় যোগদানের পর থেকেই সাধারণ মানুষকে মানবিক ও জনবান্ধব পুলিশ প্রশাসন হিসেবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আমূল পরিবর্তন করে চমক দেখাতে সক্ষম হয়েছেন। শুধু তাই নয় তিনি সহজেই মানুষকে সেবা দিতে নানান পদক্ষেপ গ্রহণ করেছেন। তার নেতৃত্বে থাকা অত্র থানায় কর্মরত এস.আই, এ.এস.আই ও নারী পুলিশ সদস্যরাসহ থানা এলাকার আইনশৃঙ্খলা পরিবেশ শান্তিপূর্ণ বজায় রাখতে লিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সীমান্তবর্তী উপজেলা হিসেবে থানা এলাকাকে রেখেছেন যেকোন সময়ের চেয়ে নিরাপদ। রাজনৈতিকসহ বিভিন্ন উদ্বুদ্ধ পরিস্থিতিতেও কঠোর হাতে আইন-শৃঙ্খলা রেখেছেন স্বাভাবিক। ধর্ম-বর্ণ নির্বিশেষে মত-পার্থক্যের ঊর্ধ্বে থেকে সরকারের উন্নয়নমূলক সাফল্যগুলো জনগণের সামনে তুলে ধরতে পুলিশি কার্যক্রমকে রেখেছেন বেগবান। তার সু-কৌশলী দক্ষতায় জনগণের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলে ‘পুলিশ জনগণের সেবক, সেবাই পুলিশের ধর্ম’, পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এটা প্রমাণ করতে সক্ষম হয়েছেন তিনি। একান্ত আলাপচারিতায় ওসি পলাশ চন্দ্র দেব জাতীয় দৈনিক খবরপএ” পত্রিকার প্রতিনিধি কে বলেন,জেলা পুলিশ সুপার এর দিক নির্দেশনা মোতাবেক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সহযোগিতায় এ থানায় যোগদানের পর থেকেই আমি আমার সাধ্যমত দায়িত্ব পালন করার চেষ্টা করছি। আগামী দিনে যেন তিনি তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেন এজন্য তিনি উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন। তিনি উপজেলাবাসীর উদ্দেশ্যে আরও বলেন, বাংলাদেশ পুলিশ জনগণের বন্ধু। এ থানায় টাউট ও দালালদের কোনো স্থান নেই। যখনি কোন ঘটনা অনুমান করতে পারবেন আপনারা থানায় খবর দিবেন। পাঁচবিবি থানা পুলিশ সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত আছে এবং থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com