মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন

শ্রীলঙ্কার কাছে পাত্তাই পেল না আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

টি-২০ বিশ্বকাপে ‘এ’ গ্রুপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে লঙ্কানরা সহজ জয় পেয়েছে। আইরিশদের দেয়া ১২৯ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়েই জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ধনঞ্জয়া ডি সিলভা আর কুশল মেন্ডিস ৫০ বলে ৬৩ রানের উদ্বোধনী জুটি গড়ে আশায় বুক বাঁধতে দেননি আইরিশদের। ধনঞ্জয়া ২৫ বলে ৩১ করে ফিরলেও কুশল মেন্ডিস হাফসে ুরি তুলে নিতে ভুল করেননি। দ্বিতীয় উইকেটে চারিথ আসালাঙ্কাকে নিয়ে ৪০ বলে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন মেন্ডিস। ৪৩ বলে ৫ চার আর ৩ ছক্কায় তিনি অপরাজিত থাকেন ৬৮ রানে। ২২ বলে ৩১ আসে আসালাঙ্কার ব্যাট থেকে। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় আইরিশরা। দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেট হারায়। ধনাঞ্জয়া ডি সিলভার বলে সাজঘরে ফেরেন ওপেনার অ্যান্ডি বালবির্নি। এরপর ধারবাহিক উইকেট পতনে নির্ধারিত ২০ ওভারে আয়ারল্যান্ডের ইনিংস শেষ হয়। ৮ উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ১২৮ রান। সর্বোচ্চ ৪৫ রান করেন হ্যারি টেক্টর। অপরদিকে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন মাহেশ থিকসানা ও ওয়াহিন্দু হাসারাঙ্গা ডি সিলভা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com