টাঙ্গাইলের ঘাটাইলে গত সোমবার সারাদিন এবং রাতের একটানা বৃষ্টসহ ঝড়োবাতাসে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকার কলা, পেপেসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে সর্বশান্ত হয়ে পথে বসেছে অনেকেই। মূলধন হারানোর আশঙ্কায় হতাশায় ভুগছে কৃষকেরা। সারা বছরের স্বপ্ন তাদের এক নিমিষেই শেষ হয়ে গেছে। সরেজমিন দেখা যায়, ঘাটাইলের পাহাড়ি এলাকা গারোবাজার, কাজলা, সাগরদিঘি, ফটিয়ামাড়ি, শুকতারবাইদ, হাতিমাড়া, কামালপুর, ধলাপাড়াসহ উপজেলার বিভিন্ন এলাকার কলাবাগান ভেঙ্গে মাটিতে নুয়ে পড়েছে। ফটিয়ামারির কলাচাষী সানি মিয়ার চোখে মুখে হতাশার চিহ্ন ফোটে ওঠেছে। তার প্রায় ১ হাজার কলাগাছ ভেঙ্গেছে। এতে তার ক্ষতির পরিমান প্রায় তিন লাখ টাকা। সাগরদিঘি এলাকার কৃষক খাজা মিয়া কষ্ট নিয়ে জানান, আমার স্বপ্ন বলতে আর কিছু অবশিষ্ট নেই। প্রায় ৮ হাজার কলাগাছ মাটির সাথে মিশে গেছে। আমি এখন কি করবো বুঝতে পারছি না। ঘাটাইল উপজেলার কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান জানান, বৃষ্টির সাথে ঝড়োবাতাশ হওয়ায় ঘরবাড়িসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে কলা চাষীরা এই ক্ষতির সম্মুখীন বেশি হয়েছেন।