বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে জিততে জিততে হেরে যায় পাকিস্তান। হাতের মুঠোয় এসেও যেন শেষ মুহূর্তে হাত ফসকে গেল। যেই ব্যর্থতার ক্ষতই এখনো শুকায়নি দলটির। এরই মাঝে গতকাল জিম্বাবুয়ের সাথেও হেরে গেছে পাকিস্তান। জিম্বাবুয়ের দেয়া ১৩০ রানের লক্ষ্যও টপকাতে পারেনি তারা। বিশ্বের সেরা দু’টি-টোয়েন্টি ব্যাটার নিয়েও এভাবে হেরে যাবে পাকিস্তান তা ভাবেনি কেউ।
এমন হারে স্বাভাবিকভাবেই বিধ্বস্ত পাকিস্তানের ক্রিকেটাররা। বিপর্যস্ত দেখাচ্ছিলো সবাইকে। তাছাড়া এই হারের ফলে সেমিফাইনালে যাওয়ার পথটাও কঠিন হয়ে গেলো পাকিস্তানের সামনে। পাঁচ ম্যাচের দু’টাই হেরে যাওয়ায় শেষ তিন ম্যাচে বড় ব্যবধানে জয় ছাড়া সেমিফাইনালে যাওয়া অসম্ভব বলা চলে।
তবে আশা হারাচ্ছেন না পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের পরের তিনটা ম্যাচেই ভালো করতে হবে। রানরেট ভালো রাখতে হবে। কোনো ম্যাচ হারা যাবে না। তবে পরের ম্যাচের এখনো দু’দিন বাকি আছে। আমরা সবাই মিলে বসবো। পরিকল্পনা সাজাবো। কিভাবে শক্তভাবে ঘুরে দাঁড়ানো যায় সেই চেষ্টা করব।’ অবশ্য এ ছাড়া সেমিফাইনালে যাওয়ার আর কোনো পথ নেই পাকিস্তানের সম্মুখে। এক প্রকার অসম্ভবকে সম্ভব করেই সেমিফাইনালে যেতে হবে। তবে পাকিস্তানের এই পথে বাঁধা হয়ে দাঁড়াবে, সাউথ আফ্রিকা, বাংলাদেশ ও নেদারল্যান্ডস।