নীলফামারী ৫৬ বিজিবি কর্তৃক ৯৫ কেজি ৮০০ গ্রাম ওজনের ০১টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর ২০২২) রাত নয়টার দিকে নিজস্ব গোয়েন্দা ও সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর বিএসপি, অধিনায়ক লেঃ কর্ণেল আসাদুজ্জামান হাকিম এর পরিকল্পনা ও নির্দেশনা মোতাবেক টোকাপাড়া বিওপির একটি টহল দল হাবিলদার মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে সীমান্ত পিলার ৭৪৭/১-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নালাগঞ্জ নামক স্থানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৯৫ কেজি ৮০০ গ্রাম ওজনের ০১টি কষ্টি পাথরের মূর্তি যার দৈর্ঘ্য-৪৬ ইঞ্চি, প্রস্থ-২০ ইঞ্চি, পুরুত্ব উপরের অংশে-২ ইঞ্চি, মাঝের অংশে-৬ ইঞ্চি ও নিচের অংশে-৫.৬ ইঞ্চি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়, যার সিজার মূল্য পঁচানব্বই লক্ষ আশি হাজার টাকা। টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মূর্তি ফেলে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক এবং সনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর বিএসপি, অধিনায়ক লেঃ কর্ণেল আসাদুজ্জামান হাকিম জানান, সীমান্তে বিজিবি এর এহেন কষ্টি পাথরের মূর্তি উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।