জনতাই পুলিশ-পুলিশই জনতা, “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি- শৃঙ্খলা সর্বত্র “এই প্রতিবাদ্যোর আলোকে দেশের অপরাধ প্রবণতা কমিয়ে আনার লক্ষ্যে, গলাচিপা থানা পুলিশ, শনিবার দশটায় কমিউনিটি জনতা ও পুলিশ বাহিনী, রাজনৈতিক কর্মী, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীদের সমন্বয়ে থানা কমপ্লেক্স থেকে এক বর্ণাঢ্য র্যালি মিছিল বের করে। রেলিতে প্রধান অতিথি হিসেবে অতিথি হিসেবে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার মোর্শেদ তোহা, অফিসার্স ইনচার্জ জনাব শোনিত কুমার গায়েন ও থানা পুলিশ।রেলি শেষে থানা গ্রাউন্ডে, ওসির সভাপতিত্বে আলোচনা সভায়, প্রধান অতিথি ছিলেন মোর্শেদ তোহা, দক্ষ সহকারী পুলিশ সুপার, গলাচিপা (সার্কেল), গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা মু. শাহিন শাহ, অধ্যাপক সন্তোষ কুমার দে ,আওয়ামী লীগ সভাপতি, গলাচিপা,আওয়ামীলীগ এর অন্যতম নেতা রেজাউল করিম হাওলাদার, জেলা নবনির্বাচিত সদস্য মাঈনুল ইসলাম রনো, ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, প্রেস ক্লাব সভাপতি, মু.খালিদ হোসেন মিলটন, বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত প্রমুখ। সভা পরিচালনা করেন আতিকুর রহমান, অফিসার ইনচার্জ চার্জ (তদন্ত)। সভায় সভাপতি অফিসার্স ইনচার্জ বলেন, তার উপজেলার সকল ধরনের অপরাধ, চুরি, মাদক, গরু চোর, সন্ত্রাস, জঙ্গি তৎপরতা প্রশমনে বাংলাদেশ পুলিশ জনগণের সহযোগিতায় অপরাধ নির্মূল করার ক্ষেত্রে সকলের প্রতি সহযোগিতা কামনা করেন। আলোচনার পূর্বে কেক কেটে পুলিশিং ডে উদ্বোধন করা হয়।