বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত মাইলস্টোন কলেজে দ্বাদশ শ্রেণির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ

জামালপুরে অটোরিকশা চালক এরশাদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক মুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

জামালপুরে অটোরিকশা চালক এরশাদ আলী(৩৫) হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগি পরিবার। একই সাথে ১০জন হত্যা মামলার এজাহার ভুক্ত আসামিদের অন্তর্ভুক্তিরও দাবি জানিয়েছেন।রবিবার (৩০ অক্টোবর) জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নিহত স্ত্রী জেসমিন বেগম তাঁর ৫ বছরের এক ছেলে ১১ বছরের এক মেয়ে, সন্তানসহ নিহতের পিতা-মাতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন নিহতের স্ত্রী জেসমিন বেগম। তার অভিযোগ হত্যার সঙ্গে সরাসরি জড়িত ১০ জন এজাহার ভুক্ত আসামীর নাম রয়েছে উল্লেখ করে বলেন, পুলিশ রহস্যজনক কারণে ১০জনের মধ্যে চার জনের নাম মামলার এজাহার থেকে বাদ দেয়া হয়েছে। যে কারণে এজাহারভুক্ত চার আসামির নাম পুণরায় অন্তর্ভুক্ত করতে বিগত ১৬ আগস্ট জামালপুর সদর আমলী আদালতে আবেদন করা হয়। ঐ আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত চার আসামীর নাম পুনরায় অন্তর্ভুক্তির নির্দেশ দেয়। কিন্তু মামলার তদন্তকারি কর্মকর্তা নারায়ণপুর তদন্ত কেন্দ্রের এসআই মো. মুকুল মিয়াা তিনি ১০ জন আসামির মধ্যে চারজনের নাম এখনও অন্তভুক্তি করেনি। তাই সংবাদ সম্মেলনে এরশাদ আলী হত্যাকান্ডে ন্যায়বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছে তাঁর পরিবার। তাই অবিলম্বে মামলাটি ন্যায় বিচারের স্বার্থে হত্যা মামলাটি পিবিআই কিংবা সিআইডিতে প্রেরণের অনুরোধ জানিয়েছেন। এ সময় নিহতের স্ত্রী কান্নাজড়িত কন্ঠে আরো অভিযোগ করে বলেন, আসামিরা প্রতিনিয়ত প্রাণ নাসের হুমকি দিয়ে যাচ্ছেন বলে ছোট ছোট ছেলে-মেয়েসহ পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com