জামালপুরে অটোরিকশা চালক এরশাদ আলী(৩৫) হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগি পরিবার। একই সাথে ১০জন হত্যা মামলার এজাহার ভুক্ত আসামিদের অন্তর্ভুক্তিরও দাবি জানিয়েছেন।রবিবার (৩০ অক্টোবর) জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নিহত স্ত্রী জেসমিন বেগম তাঁর ৫ বছরের এক ছেলে ১১ বছরের এক মেয়ে, সন্তানসহ নিহতের পিতা-মাতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন নিহতের স্ত্রী জেসমিন বেগম। তার অভিযোগ হত্যার সঙ্গে সরাসরি জড়িত ১০ জন এজাহার ভুক্ত আসামীর নাম রয়েছে উল্লেখ করে বলেন, পুলিশ রহস্যজনক কারণে ১০জনের মধ্যে চার জনের নাম মামলার এজাহার থেকে বাদ দেয়া হয়েছে। যে কারণে এজাহারভুক্ত চার আসামির নাম পুণরায় অন্তর্ভুক্ত করতে বিগত ১৬ আগস্ট জামালপুর সদর আমলী আদালতে আবেদন করা হয়। ঐ আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত চার আসামীর নাম পুনরায় অন্তর্ভুক্তির নির্দেশ দেয়। কিন্তু মামলার তদন্তকারি কর্মকর্তা নারায়ণপুর তদন্ত কেন্দ্রের এসআই মো. মুকুল মিয়াা তিনি ১০ জন আসামির মধ্যে চারজনের নাম এখনও অন্তভুক্তি করেনি। তাই সংবাদ সম্মেলনে এরশাদ আলী হত্যাকান্ডে ন্যায়বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছে তাঁর পরিবার। তাই অবিলম্বে মামলাটি ন্যায় বিচারের স্বার্থে হত্যা মামলাটি পিবিআই কিংবা সিআইডিতে প্রেরণের অনুরোধ জানিয়েছেন। এ সময় নিহতের স্ত্রী কান্নাজড়িত কন্ঠে আরো অভিযোগ করে বলেন, আসামিরা প্রতিনিয়ত প্রাণ নাসের হুমকি দিয়ে যাচ্ছেন বলে ছোট ছোট ছেলে-মেয়েসহ পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।