একজন শিক্ষাবান্ধব উপজেলা নির্বাহী অফিসার, তার প্রশাসনিক কাজের বাহিরে আকস্মিকভাবে গলাচিপা উপজেলা প্রশাসন পরিচালিত বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলে সোমবার বেলা বারোটায় স্কুল পরিদর্শন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে শ্রেণিকক্ষে, অধ্যাপনা করে। এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গড়ার ক্ষেত্রে মাইড্রীম বিষয়ে দিক নির্দেশনা মূলক কথা বলেন, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও স্কুলের সভাপতি (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মহিউদ্দিন আল হেলাল। স্কুল পরিদর্শন কালে তার সাথে অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মু.শাহিন শাহ, সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুল ইসলাম, স্কুলের উপাধ্যক্ষ সাইফুল ইসলাম ,ও স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিলটন। পরিদর্শনের পূর্বে শিক্ষার্থীরা, শিক্ষক-শিক্ষিকা ,অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ফুলের পাপড়ি দিয়ে সংবর্ধনা জানায়।স্কুলের শিক্ষার পরিবেশ, শিক্ষার মান উন্নয়ন নিয়ে ইউএনও সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য যে, গলাচিপা উপজেলা কমপ্লেক্সে গুড-এডুকেশনের লক্ষ্যে, সাবেক উপজেলা নির্বাহী অফিসার ও বর্তমান জনপ্রশাসনের অতিরিক্ত সচিব, শিক্ষা দরদী আবুল কাসেম মোহাম্মদ মহিউদ্দিন ও তার সহধর্মিনী সেলিনা আফরোজ ২০০৮ সালে স্কুলটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা লগ্ন থেকে স্কুলটি সুনামের সাথে ভালো রেজাল্ট নিয়ে এগিয়ে চলছে।