লামা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ও লামা উপজেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় ৭টি ইউনিয়ন ১টি পৌরসভার কৃষক ও কৃষাণিদের নিয়ে মঙ্গলবার (০১ নভেম্বর) ১১টায় লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লামা উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সার এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিরবীজি। কৃষক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল,বান্দরবান জেলা পরিষদ সদস্য শেখ মাহাবুবুর রহমান ও ফাতেমা পারুল,বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম,লামা পৌর সভার মেয়র মোঃ জহিরুল ইসলাম,গজালিয়া ইউ,পি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন,সাংবাদিক ও জন প্রতিনিধি প্রমুখ। বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিরবীজি বলেন,দেশের প্রাণ হলো কৃষক,কৃষক সমাজের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। কৃষক বাঁচলে আমরা সকলে বাঁচতে পারবো। লামা উপজেলায় পাহাড়,টিলা, সমতল ভূমি আর সবুজে ঘেরা জুম চাষের মাধ্যমে ধান ও নানা রকম সবজী উৎপাদন সত্যি প্রশংসনীয়।পাশাপাশি কৃষকদের ক্ষতি কারক তামাক চাষ থেকে বেরিয়ে এসে কৃষি পণ্য চাষাবাদে আরো মনোযোগি হতে হবে। এদিকে জেলা প্রশাসক লামা উপজেলা পর্যটন খাতে নতুন সংযোজন ভিউপয়েন্ট কিছুক্ষন এবং লামা অফিসার্স ক্লাবের রেষ্ট হাউজ ‘শৈল বিলাস শুভ উদ্ধোধন করেন জেলা প্রশাসক।