শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৪:৫৩ পূর্বাহ্ন

শাহজাদপুরে জোর করে জায়গা দখল করে ঘেরা দিয়ে মধ্যযুগীয় কায়দায় দুইটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ

ওমর ফারুক শাহজাদপুর (সিরাজগঞ্জ) :
  • আপডেট সময় বুধবার, ২ নভেম্বর, ২০২২

সিরাজগঞ্জের শাহজাদপুরে অন্যের জায়গা দখল করে ঘেরা দিয়ে মধ্যযুগীয় কায়দায় দুইটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে থানায় অভিযোগ দেন আনিজা খাতুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে মোঃ স্বপন মিয়া। অভিযোগ ও ভুক্তভোগী পরিবারসুত্রে জানাগেছে, উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ফরিদপাঙ্গাসী গ্রামের আক্কাস আলী ও আনসার আলী সহ বেশ কয়েকজন মিলে স্বপন মিয়া ও নাঈম হোসেন এর বাড়ীর সামনে জোরপুর্বক দখল করে টিনের বেড়া দিয়ে ওই দুটি বাড়ীর প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে। জোরপুর্বক দখল করে বেড় হওয়া ও প্রবেশ পথ বন্ধ করে দেওয়ার ফলে ওই দুটি দরিদ্র অসহায় পরিবারের লোকজন বের হতে পারছে না । এমনকি ভ্যান চালিয়ে কর্ম করে খাওয়া ওই বাড়ীর লোকজন তাদের ভ্যান বের করতে পারছে না ফলে তারা কর্ম না করতে পেরে বাড়ীর সদস্যদের জন্য বাজার করতে পারছে না। বর্তমান যুগে এসেও প্রভাবশালী কর্তৃক দুটি অসহায় পরিবারকে অবরুদ্ধ করে রেখে নির্যাতন করার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন, এটা মধ্যযুগীয় কায়দার ঘটনা মনে হচ্ছে। খোজ নিয়ে জানাগেছে, দখল করে অবরুদ্ধ করা আক্কাস আলী ওই এলাকায় একজন প্রভাব শালী ও আনসার আলী একজন বীর মুক্তিযোদ্ধা। ভুক্তভোগী পরিবারের লোকজন বলেন, আনসার আলী মুক্তিযোদ্ধা হওয়ায় তিনি সেই প্রভাব খাটিয়েই এমন ঘটনা ঘটিয়েছে। এবিষয়ে, বীর মুক্তিযোদ্ধা আনসার আলীর বক্তব্য নেওয়ার জন্য তার বাড়ীতে গেলে আনসার আলীকে পাওয়া যায়নি তবে তার স্ত্রী রেখা খাতুন বলেন, আমরা আমাদের নিজের জায়গাতেই বেড়া দিয়েছি। আমরা অন্যকারো জায়গা দখল করিনি। এব্যাপারে, আক্কাস আলী বলেন, জোরপূর্বক তাদের জায়গা দখল করা হয়নি। বিষয়টি নিয়ে ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি মাজেদ আলী বলেন, একজন মুক্তিযোদ্ধা কর্তৃক এমন ঘটনা দুঃখজনক। বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়া উচিৎ। হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাচ্চু বলেন, বিষয়টি তদন্ত করে ব্যাবস্থা গ্রহন করা হবে। এ ব্যাপারে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন বলেন, অভিযোগটি এখনো আমি দেখিনি এমন ঘটনা ঘটলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com