ইলেকট্র ডাটা ট্রাকিং সহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্কিনিং কর্মসূচি বাস্তবায়নে সাফল্যজনক অবদান রাখায়, বরিশাল বিভাগের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গত ০২ নভেম্বর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে, আনুষ্ঠানিকভাবে, প্রধান অতিথি হিসেবে দেশের সাফল্য প্রতিষ্ঠানের কর্মকর্তার কাছে পুরস্কার তুলে দেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জাহিদ মালেক (এমপি) সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পুরস্কার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএমএমইউ এর সম্মানিত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাক্তার মোঃশারফুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে, পটুয়াখালী জেলার সুযোগ্য সিভিল সার্জন ডাক্তার এসে এম কবির হাসান, গলাচিপা স্বাস্থ্য বিভাগের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: কাজী আব্দুল মমিন সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য বিভাগের এই সাফল্য উপজেলা পরিষদ চেয়ারম্যান মু: শাহিন শাহ, উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব)মহিউদ্দিন আল হেলাল ও প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিল্টন, ইউএইচএফপিও কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এবং আগামী দিনগুলোতে গলাচিপা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর সহ সাধারণ মানুষের চিকিৎসা সেবায় বলিষ্ঠ ভূমিকা ও সেবার মান নিয়ে এগিয়ে চলবে।এছাড়া গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের মেম সাহেব কমিউনিটি ক্লিনিক প্রথম এবং গিলাবারিয়া কমিউনিটি ক্লিনিক জেলার মধ্যে দ্বিতীয় স্থান সাফল্য অর্জন করায় পুরস্কৃত হয়েছে।