যথাযোগ্য মর্যাদায় জাতীয় চারনেতার অন্যতম শহীদ সৈয়দ নজরুল ইসলামের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সৈয়দ নজরুল ইসলামের জন্মস্থান কিশোরগঞ্জে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. মোঃ জিল্লুর রহমান। এ সময় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এ্যাড. এম.এ আফজল, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আবু সাইদ ইমাম, ধর্ম বিষয়ক সম্পাদক এ.কে.এম শামছুল ইসলাম খান মাছুম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন, সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান প্রমুখ। দুপুরে সৈয়দ নজরুল ইসলামের গ্রামের বাড়ী বীরদামপাড়া সাহেব বাড়ি জামে মসজিদ, পাগলা মসজিদ এবং শহিদী মসজিদে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিল এবং শহরের বিভিন্ন কলেজে মহান নেতার জীবন ও কর্মের উপর আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ সৈয়দ নজরুল ইসলামের মুর্যালে পুষ্পার্ঘ অর্পন করা হয়।